স্পোর্টস ডেস্ক: এখন ৩ নেতার যুগে বাংলাদেশ। ২০১৪ সালের আগ পর্যন্ত তিন ফরম্যাটে একজন অধিনায়ক ছিলো বাংলাদেশের। এরপর টেস্টে একজন, রঙিন পোশাকের দুই ফরম্যাটে একজন অধিনায়ক দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব পেলেন সাকিব আল হাসান। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের একমাত্র দেশ হিসেবে উদাহরণ তৈরি করলো বাংলাদেশ।
তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক প্রথম দেয় ইংল্যান্ড। কিন্তু সেটা একবারই। একই পথে হেটেছিলো পাকিস্তানও। বর্তমানে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের দুজন অধিনায়ক। ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ের একটাই অধিনায়ক রয়েছে।
২০১৪ সাল থেকে সাদা পোশাকে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন মুশফিকুর রহিম। মাশরাফি বিন মুর্তজা বাকি দুই ফরম্যাটে অধিনায়ক থাকলেও, সাকিব ছিলেন সহকারী। শোনা যায়, জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহের চাহিদার কারণেই তিন অধিনায়কের সিদ্ধান্ত নেয় বিসিবি।
মাশরাফি বিন মুর্তজার অবসরের পরপরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, পছন্দের তালিকায় রয়েছে সাকিব। বোর্ড সভার সিদ্ধান্তেও তাই হলো। বাংলাদেশের হয়ে ৫৯ টি-টোয়েন্টি খেলা সাকিব জায়গা করে নিলেন মাশরাফি আসনে।
অধিনায়ক হিসেবে নতুন নন সাকিব। মাশরাফির অবর্তমানে বিভিন্ন সময় জাতীয় দলে রঙিন পোশাকে নেতৃত্বের হাল ধরতে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়ক থেকে চ্যাম্পিয়ন করেছেন ঢাকা ডাইনামাইটসকে।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর