রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০১:০৪:৪৪

৩৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে অলআউট!

৩৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে অলআউট!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আবারো প্রমানীত হলো চীন বনাম সৌদি আরবের ম্যাচে। শনিবার আইসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট লিগের এশিয়া রিজিয়ন ডিভিশনের ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সৌদি আরবের ৪১৮ রানের জবাবে মাত্র ২৮ রানে গুটিয়ে গেল চীন। তাও আবার মাত্র ১২.৪ ওভারে। থাইল্যান্ডের চিয়াং মাই শহরের জিমখানা ক্লাব এমনটাই প্রত্যক্ষ করল এদিন।

সৌদি আরবের কাছে এত বড় ব্যবধানে হেরে রীতিমতো রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে চীন। এর আগে ২০০৮-এর অগস্টে ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৯০ রানে হেরেছিল আয়ারল্যান্ড। এমনকী কানাডা আর জিম্বাবুয়ের ৩৬ ও ৩৮ রানে গুটিয়ে যাওয়ার নজির আগে। চীন সবাইকে ছাপিয়ে গেছে।

এদিন মুহাম্মদ আফজল (১২০) ও শোয়েব আলির(৯১) ব্যাটে ভর করে ৪১৮ রান তোলে সৌদি। চীনা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান জুয়াং জেলিন এবং ঝেং পেংয়ের। সাত ব্যাটসম্যানই শূন্য রানে ফিরেছেন। ৩৮ রানের মধ্যে আবার ১৩ রান অতিরিক্ত।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে