স্পোর্টস ডেস্ক: গত কয়েকদিন আগে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে হেরে বিদায় নেয় বার্সা। প্রথম লেগে জুভেন্টাসের মাঠে ৩-০ ব্যবধানে হারে বার্সা। ফিরতি লেগে ন্যু ক্যাম্পে বার্সাকে গোল করতেই দিলো না জুভিরা। ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
এবার এল ক্লাসিকোর টানটান লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। এই ম্যাচে কাতালানদের সেরা তারকা লিওনেল মেসি র সামনে অনন্য মাইলফলক। বড় একটি ইতিহাস গড়তে যাচ্ছেন লিওনেল মেসি। আজ দুই গোল করলেই বার্সার হয়ে ৫০০ গোলের গৌরব অর্জন করবেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অবশ্য শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে বার্সা হেরেছিল ৪-০ গোলে। ফিরতি লেগে নিজেদের মাঠে ৬-১ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সেরা প্রত্যাবর্তনের রেকর্ড গড়ে লুইস এনরিকের দল।
এখন পর্যন্ত ৫৭৫ ম্যাচে মেসির গোল সংখ্যা ৪৯৮টি। এর মধ্যে লা লিগায় ৩৪১, চ্যাম্পিয়নস লিগে ৯৪, কোপা ডেল রেতে ৪৩, উয়েফা সুপার কাপে ৩, স্প্যানিশ সুপার কাপে ১২ ও ক্লাব বিশ্বকাপে ৫ গোল করেছেন লিও।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর