রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০২:৪৪:১৫

সেদিন ম্যাচে মুস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে হায়দরাবাদ

 সেদিন ম্যাচে মুস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকালের ম্যাচে খেলানো হয়নি মুস্তাফিজুর রহমানকে। অথচ পুনে সুপার জায়ান্টের বিপক্ষে শেষের দিকে মুস্তাফিজের অভাব টের পাচ্ছিল হায়দরাবাদ। স্লগ ওভারে মাহেন্দ্র সিং ধোনি যখন পুনেকে জেতাচ্ছিলেন, তখন টম মুডি হয়তো ভাবছিলেন মুস্তাফিজের কথা।  

কারণ কাটার আর ইয়র্কার করায় দক্ষ মুস্তাফিজ স্লগ ওভারে দারুণ কার্যকর। আইপিএলের গত আসরে ৬.৯০ বোলিং গড়ে ১৭ উইকেট দখল করে সেই কার্যকারিতার প্রমাণ করেছিলেন তিনি। এবার হায়দরাবাদ তাকে সেভাবে ব্যবহার করতে পারল না। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ এপ্রিল একমাত্র ম্যাচটি খেলেন মুস্তাফিজ।  এরপর ৪ ম্যাচে আর নেওয়া হয়নি মুস্তাফিজকে। গতকালের পর হায়দরাবাদের ম্যাচ আছে ২৫ এপ্রিল।  

মুস্তাফিজের এই দিন দেশে ফেরার কথা।  কারণ ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় দল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে।  আগামী জুনে চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ।  এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা।  পুনের কাছে ৬ উইকেটে পরাজিত হওয়া হায়দরাবাদের পক্ষে গতকাল না খেলায় মুস্তাফিজের আইপিএল অভিযান এবার এক ম্যাচেই শেষ হলো। মুম্বাইয়ের বিপক্ষে এবারের আইপিএলে খেলা একমাত্র ম্যাচে পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে বল হাতে নেন মুস্তাফিজ। প্রথম ওভারের প্রথম বলেই ছয় হাঁকান মুম্বাইয়ের নিতিশ রানা। ওভারের শেষ তিন বলে বাউন্ডারি হাঁকান পার্থিব প্যাটেল।

প্রথম ওভারেই মুস্তাফিজকে গুনতে হয় ১৯ রান। আইপিএলে এক ওভারে এটাই মুস্তাফিজের সবচেয়ে ব্যয়বহুল ওভার। আইপিএলের গত মৌসুমে এক ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি।  ওয়াংখেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবারের আসরের খেলা ম্যাচে মুস্তাফিজ ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি।  

ফলে পরের ম্যাচগুলোতে আর খেলার সুযোগ পাননি তিনি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হায়দরাবাদের পরের ম্যাচ ২৫ এপ্রিল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। সেদিনই দেশে ফিরবেন মুস্তাফিজ। তাই খেলতে পারবেন না। আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান ভারতে গিয়েছিলেন ১১ এপ্রিল।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে