স্পোর্টস ডেস্ক: শেষ বলে রূদ্ধশ্বাস জয়। ধোনিকে স্বমহিমায় ফিরে পেয়ে গোটা ক্রিকেট বিশ্ব এখন উচ্ছ্বাসে ভাসছে। শনিবার ম্যাচের পরেই টুইট করেছিলেন ‘প্রবল সমালোচক’ হর্ষ গোয়েঙ্কা। অন্য সমালোচক সৌরভ গাঙ্গুলিকে একহাত নিয়েছেন রিল লাইফের ‘ধোনি’ সুশান্ত সিংহ রাজপুতও।
রবিবারের সন্ধ্যাবেলাতেই কোহালি-ডিভিলিয়ার্সের আরসিবির বিরুদ্ধে খেলতে নামছে নাইট রাইডার্স। কেকেআর-এর বিরুদ্ধে খেলতে নামার আগে আরসিবি শিবিরও ধোনি-ম্যাজিকে আক্রান্ত।
কোহালি যেমন টুইট করে বলে দিয়েছেন, ‘এমএস সেটাই করে দেখাল, যেটা ও এত বছর আত্মবিশ্বাসের সঙ্গে করে এসেছে। চ্যাম্পিয়ন্স নক একেই বলে! দারুণ দেখতে লাগে।’
কোহালির আইপিএল সতীর্থ এবি ডিভিলিয়ার্সও ধোনি-ম্যানিয়ায় মজে। তিনিও টুইট করেছেন, ‘এমএস-এর এ ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া দেখতে দারুণ লাগে।’
ধোনিকে পুরনো মেজাজে দেখতে পেয়ে প্রশংসাসূচক টুইট ভেসে এসেছে অশ্বিন, সহবাগ, কইফের কাছ থেকেও। সহবাগ যেমন নিজস্ব ঢংয়ে বলে দিয়েছেন, ‘আনহোনি কো হোনি কর দে। ব্রিলিয়ান্ট ইনিংস খেলল ধোনি।’ অশ্বিনের টুইট, ‘চ্যাম্পিয়ন ইনিংস খেলল এমএস। আরও একটা দিন ধোনি খেলে দিল। আইপিএল এখন জমে গিয়েছে।’
কাইফও যেমন প্রাক্তন সতীর্থকে নিয়ে টুইট করেছেন, ‘ধোনি স্বমহিমায় ফর্মে ফিরল। এমএস নিজস্ব স্টাইলে ম্যাচ জেতাচ্ছে, এর থেকে সুখকর অভিজ্ঞতা কমই হয়।’
যাই হোক, কিছু দিন আগে পর্যন্ত চূড়ান্ত সমালোচিত ধোনির দুরন্ত ইনিংস প্রত্যেককেই মাতিয়ে দিয়েছে দুরন্ত ইনিংসে। ধোনির কাছ থেকে এরকম ইনিংসই তো বারবার চাইবেন সমর্থকরা।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি