স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে দশটা বছর পূর্ণ করল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ৷২০০৮-এ পথচলা শুরু হয় আইপিএল-এর৷অভিষেকেই বাজিমাত করেছিল শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস৷
ট্রফি উঠেছিল রাজস্থানের অধিনায়ক শেন ওয়ার্নের হাতে৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরেই রাজস্থানের সঙ্গে চুক্তিবদ্ধ হন কিংবদন্তি অজি লেগস্পিনার৷ ২০১১ পর্যন্ত খেলেন এই টুর্নামেন্টে৷তিন মরশুমেই অধিনায়ক ছিলেন তিনি৷তারপর আইপিএল-কে আলবিদা বলেন৷
আইপিএল-এর সেরা একদশ বেছে নিলেন ওয়ার্ন৷ফেসবুকে এগারো জন ক্রিকেটারের নাম লিখে বাকিদেরও মতামত জানাতে বললেন তিনি৷শর্ত দিলেন যে, চারজনের বেশি বিদেশি রাখা যাবে না দলে৷
ওয়ার্নের দলে অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনিই৷কিন্তু অদ্ভূত ভাবে কোনও অজি খেলোয়াড়কে রাখেননি তিনি৷শেনের দলে চার বিদেশি হলেন-ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাকালাম, জ্যাক কালিস ও লাসিথ মালিঙ্গা৷
ভারতীয়দের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিং, ধোনি, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং ও উমেশ যাদব৷
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি