রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৬:২৩:১০

বিসিবির নতুন চুক্তিতে সাব্বিরের মাসিক বেতন ২ লাখ টাকা

বিসিবির নতুন চুক্তিতে সাব্বিরের মাসিক বেতন ২ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা ছিল ১৫। এবার সেটা বেড়ে হয়েছে ১৬। বাদ পড়েছেন নাসির হোসেন, আল আমিন এবং আরাফাত সানি। কেন্দ্রীয় চুক্তিতে ঢুক যাচ্ছেন এবার মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি। এই চার ক্রিকেটারের মধ্যে তাসকিন ‘সি’ গ্রেডে, অবশিষ্ট তিনজন সেখানে ‘ডি’ গ্রেডে বেতন পাবেন।

বিসিবির নতুন চুক্তিতে সাব্বির রহমানের মাসিক বেতন ২ লাখ টাকা। এছাড়া ইমরুল কায়েস, রুবেল হোসেন, মুমিনুল হক ও সৌম্য ‘বি’ গ্রেডে অথ্যাৎ মাসিক ২ টাকা বেতন পাবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।

শনিবার সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বেতন ভাতা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।  চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাঁচটি গ্রেডে পারিশ্রমিক দিয়ে থাকে বিসিবি।  'এ প্লাস' গ্রেডের ক্রিকেটারদের মাসিক বেতন আগে ছিল আড়াই লাখ টাকা। সেটি বেড়ে এখন হয়েছে ৪ লাখ টাকা। যদিও সিনিয়রদের দাবি ছিল ৮ লাখ টাকার। শেষ পর্যন্ত ৪ লাখেই সন্তুষ্ট হয়েছেন তারা।

এছাড়া 'এ' গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ২ লাখ থেকে বেড়ে হয়েছে ৩ লাখ, 'বি' গ্রেডে দেড় লাখ থেকে ২ লাখ, 'সি' গ্রেডে ১ লাখ থেকে দেড় লাখ ও 'ডি' গ্রেডে ৭৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ।

বেতনের সঙ্গে সঙ্গে বেড়েছে ম্যাচ ফি ও। এবারের চুক্তিতে প্রতি টেস্টের ফি ২ লাখ থেকে বেড়ে হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। প্রতি ওয়ানডেতে ১ লাখ থেকে ২ লাখ এবং প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচে ফি ৭৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ১ লাখ ২৫ হাজার টাকা। এর আগে সর্বশেষ ২০১৩ সালে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছিল।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে