স্পোর্টস ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আর খেলবেন না ডোয়েন ব্রাভোর। ব্রাভোর খেলতে না পারাটা গুজরাত লায়ন্সের জন্য একটা বড় ধাক্কা। দলের তরফে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
টুর্নামেন্টের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই দলের সঙ্গে ছিলেন ব্রাভো। ভাবা হয়েছিল চোট সারিয়ে তিনি ফিরবেন দ্রুত। কিন্তু তেমনটা হল না। খেলার মতো সুস্থ হয়ে উঠতে যে তাঁর সময় লাগবে সেটা বুঝেই আপাতত সরে দাঁড়াতে হল তাঁকে।
গত বছর বিগ ব্যাশে খেলার সময় ডিসেম্বর মাসে চোট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অল-রাউন্ডার। তার পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারেননি তিনি।
আইপিএলে যখন গুজরাত দলে যোগ দিয়েছিলেন তখন ভেবে নিয়েছিলেন প্রথম দিকে খেলতে না পারলেও পরের ম্যাচগুলোতে ফিরতে পারবেন। বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের পর এখনও খেলার মতো ফিট নন তিনি।
কিছুদিন আগে একটি ভিডিও পোস্টে ব্রাভো লিখেছিলেন, তিনি অনুশীলনে ফিরেছেন। কিন্তু তাতে লাভ হল না। গত মরসুমে ১৫ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি।
সুরেশ রায়না জানিয়েছিলেন, ডোয়েন ব্রাভো আর এই আইপিএল-এ খেলতে পারবে না। ও এতদিন রি-হ্যাবে ছিল। কিন্তু ওর সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ওর পরিবর্তের কথা ভাবব।
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি