রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭, ০৬:৫৮:১৬

এখনও আইপিএলের প্রাপ্য টাকা পাননি অভিযোগ আশিস নেহরার!

এখনও আইপিএলের প্রাপ্য টাকা পাননি অভিযোগ আশিস নেহরার!

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যে সব নিয়মনীতি জারি করেছিল, তা সবার ক্ষেত্রে মানা হলেও মানা হয়নি কেবল অভিজ্ঞ পেসার আশিষ নেহরার ক্ষেত্রে! আশ্চর্য বিষয় হলো, কীভাবে দিনের পর দিন এই বৈষম্য সহ্য করছেন আশিস নেহরা! সম্প্রতি একটি মিডিয়ায় আইপিএল খেলে নেহরার প্রাপ্য টাকা না পাওয়ার খবর প্রকাশিত হয়েছে।  এরপরেই ঝড় উঠেছে সমালোচনার।  কেন বঞ্চিত হলেন নেহরা?

আশিস নেহরা এখন ভারতীয় ক্রিকেটের 'বৃদ্ধ ঘোড়া'।  ইনজুরি সামলে, ফিটনেস ঠিক রেখে ৩৫ বছর বয়সেও অবলীলায় গতির ঝড় তুলছেন।  আইপিএলে নেহরার চেয়ে বেশি উইকেট কোনো ভারতীয় বোলারের নেই।  এখন পর্যন্ত বাঁ হাতি পেসার ৮৬ ম্যাচে শিকার করেছেন ১০৩টি উইকেট।  কিন্তু বিসিসিআই এখনও নেহরাকে তার প্রাপ্য মেডিক্যাল ইনসিওরেন্সের টাকা বুঝিয়ে দেয়নি।

২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে নামতে পারেননি নেহরা।  চোটের জন্য সরে দাঁড়াতে হয়েছিল তাকে।  সেই চোটের কারণেই বিশ্বকাপের শেষে আইপিএলেও খেলতে দেখা যায়নি নেহরাকে।  বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কোনো ক্রিকেটার যদি চোট পান এবং চোটের জন্য আইপিএলে নামতে না পারেন, তখন সংশ্লিষ্ট সেই ক্রিকেটারকে বিমার টাকা দিয়ে দেওয়া হয়।  এটাই নিয়ম।

২০১১ সালের পরে কেটে গেছে প্রায় ৬ বছর।  নেহরা তার প্রাপ্য টাকা পাননি।  কবে পাবেন তাও জানেন না।  চলতি বছর বিসিসিআইয়ের সঙ্গে বিমা কোম্পানির চুক্তি হয়েছে।  রবিচন্দ্রন অশ্বিন, মুরলি বিজয়ের মতো ক্রিকেটাররা খেলতে পারছেন না আইপিএলে।  ফলে তাদেরও বিমার টাকা পাওয়া উচিত।  কবেই বা নেহরা নিজের প্রাপ্য টাকা পাবেন তা কেউ জানে না।   
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে