বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ১০:৩৪:৪৭

ডি-ভিলিয়ার্স একাই লড়লেন

ডি-ভিলিয়ার্স একাই লড়লেন

স্পোর্টস ডেস্ক: চলতি ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ ভারতের বিপক্ষে সফররত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৩৫ রানে হেরেছে। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ৩০০ রানেল লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের নির্ধারিত ৫০ ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে। ফলে ভারত ৩৫ রানে জয়ী হয়। ভারতের এ জয়ের ফলে সিরিজে এখন (২-২) সমতা বিরাজ করছে। এরআগে টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক ধোনি। স্বাগতিক এ অধিনায়কের সিদ্ধান্তকে আরো যথার্থ করে তোলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার কোহলির সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা। ভারতের হয়ে এদিন সুরেশ রায়না ৫৩, আজিঙ্কা রাহানে ৪৫ ও রোহিত শর্মা ২১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ওভার প্রতি প্রায় ছয় রানের পিছু ছুটতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে এদিন ডি কক শক্ত হাতে ব্যাটিংয়ের হাল ধরলেও নড়বড়ে ছিলেন হাশিম আমলা। তাই মাত্র ৭ রান করেই ফিরতে হয়েছে সাজঘরে। পরে সফরকারী দলের অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে (১১২) ভালো লড়াই চালিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডি ভিলিয়ার্সের আউটের পর সফরকারী দলের আর কেউই বড় স্কোর গড়তে পারেনি। তবে এর আগে ডি কক ৪৩ রান করে সাজঘরে ফেরেন। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট ২৬৪ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে ভুবনেশ্বর হয়ে তিনটি, হরভজন সিং দুটি, মোহিত শর্মা, প্যাটেল, অমিত মিশ্র একটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন বিরাট কোহলি। আগামী ২৫ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে