বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৪:৪৯:৫৬

বাংলাদেশের কাছ থেকে কিছু পাইনি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি

বাংলাদেশের কাছ থেকে কিছু পাইনি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি

স্পোর্টস ডেস্ক: দল হিসেবে ২২ গজে পাকিস্তান যেমন 'আনপ্রেডিক্টেবল'; দেশটির বোর্ড সম্ভবত আরও বড় 'আনপ্রেডিক্টেবল'! অনেক জলঘোলা করার পর আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার পাকা কথা দিয়েছিল পাকিস্তান। কিন্তু হঠাৎ করে কী হলো তাদের? ২টি টেস্ট আর ৩ ম্যাচের ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসা আচমকা স্থগিত করেছে পিসিবি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশের কাছ থেকে নাকি তারা কিছু পায়নি!

বিষয়টি খোলাসা করে বলা যাক। হঠাৎ বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান বলেছেন, 'আমরা বাংলাদেশে দুটি সফর করেছি। কিন্তু এই দুই সফরের প্রতিদান বাংলাদেশের কাছ থেকে না পাওয়ায় আমরা তৃতীয়বারের মতো বাংলাদেশে যেতে পারি না। এ বছর বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। বাংলাদেশ রাজি না হওয়ায় আমরা জুলাই মাসে বাংলাদেশ সফর স্থগিত করেছি। '

আগেই জানা গিয়েছিল যে, জুলাইয়ে আসন্ন সফরের ব্যাপারে পিসিবিকে কোনো রকম অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। এই সফরের বিনিময়ে ভবিষ্যতে একটি বয়সভিত্তিক দলকে পাকিস্তান সফরে পাঠানোর চিন্তাভাবনার বিষয়ে কথা হয়েছিল। এছাড়া পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণও প্রত্যাখ্যান করে বিসিবি। কিন্তু বয়সভিত্তিক দলের সফরে আশাবাদী হয়ে পাকিস্তান বাংলাদেশে আসতে রাজী হয়েছিল। এখন আচমকা তাদের কী হলো কে জানে? ঐ যে 'আনপ্রেডিক্টেবল'!

২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর দেশটিতে কোনো কোন দল খেলতে যেতে চায়না। একমাত্র খর্বশক্তি জিম্বাবুয়ে ২০১৫ সালে গিয়ে সিরিজ খেলেছে। সেই সিরিজেও ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের কিছু দূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে শেষবারের মতো পাকিস্তান সফর করে বাংলাদেশ। আর ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। পরাজিত হয় একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও। কেবল টেস্ট সিরিজটি তারা ১-০ ব্যবধানে জিতেছিল।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে