বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৬:৩৫:১৫

আইসিসির নতুন লভ্যাংশ বণ্টন নীতি: কত পাচ্ছে বাংলাদেশ?

আইসিসির নতুন লভ্যাংশ বণ্টন নীতি: কত পাচ্ছে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক:ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নতুন লভ্যাংশ বণ্টন নীতির প্রস্তাব একরকম পাশ হয়েই গেছে। তবে, সেটা বাস্তবায়নের জন্য আগামী জুনে আইসিসির সাধারণ সভা অবধি অপেক্ষা করতে হবে।

নতুন এই নীতি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ অবধি লভ্যাংশ অনুযায়ী বাংলাদেশসহ আইসিসির সাতটি পূর্ন সদস্য দেশ পাবে ১৩২ মিলিয়ন মার্কিন ডলার। বাকি ছয়টি দেশ হল অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আইসিসির পূর্ণ সদস্য হওয়ার দাঁড়প্রান্তে পৌছে যাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ডও এই হারে মুনাফার ভাগীদার হবে। এর বাদে আইসিসির সহযোগী দেশগুলোকে দেওয়া হবে ২৮০ মিলিয়ন ডলার করে।

আর সবচেয়ে বেশি লভ্যাংশ বরাবরের মতই পাবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাঁরা পাবে ২৯৩ মিলিয়ন ডলার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাবে ১৪৩ মিলিয়ন আর জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) পাবে ৯৪ মিলিয়ন ডলার।

বুধবার লভ্যাংশ ভাগাভাগির আর্থিক কাঠামো ৮-২ ভোটে পাশ হয়েছে আইসিসির সভায়। আর আর নতুন গঠনতন্ত্র ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব ৯-১ ভোটে পাশ হয়েছে।

দুটি প্রস্তাবেরই পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবাক করা তথ্য হল, যে জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) ভারতের বন্ধু মনে করা হচ্ছিল তারাও হেঁটেছে আইসিসির পথে।

তবে, শ্রীলঙ্কাকে পাশে পেয়েছে ভারত। আর্থিক কাঠামোর প্রশ্নে বিপক্ষে ভোট দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান থিলাঙ্গা সুমাথিপালা।

আর এই ভোটাভুটির মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বে বিগ থ্রি’র রাজত্বের অবসান হল। ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের লভ্যাংশের সিংহভাগ নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হল।

অর্থবণ্টন নীতিতে ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির রাজস্ব আয় থেকে বিসিসিআই পাবে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার। এই আয় ‘বিগ থ্রি মডেল’-এ প্রণীত আয় থেকে ৩৪ শতাংশ কম।

বিগ থ্রি’র মডেল অনুযায়ী তাদের আয় হওয়ার কথা ছিল ৪৫০ মার্কিন ডলার। তবে, কখনও কখনও সেই আয়টা বেড়ে ৫৭১.২৫ মিলিয়ন মার্কিন ডলারও হওয়ার সম্ভাবনা থাকতো। ফলে, বড় ক্ষতিই হল বিসিসিআইয়ের।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে