বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৭:২৫:৩৬

১ হাজার ৫০ কোটি টাকা আইসিসির কাছ থেকে পাবে বাংলাদেশ

১ হাজার ৫০ কোটি টাকা আইসিসির কাছ থেকে পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে আইসিসির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আট বছরের রাজস্ব মডেলে ভারত পাবে সর্বোচ্চ ২৯৩ মিলিয়ন মার্কিন ডলার।  বিগ থ্রি মডেল অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পেতে ৫৭০ মিলিয়ন ডলার।  সেটা প্রায় অর্ধেক কমে গেছে।

নতুন রাজস্ব মডেলে বাংলাদেশের আয় বেড়েছে।  আইসিসির কাছ থেকে বাংলাদেশ পাবে ১৩২ মিলিয়ন মার্কিন ডলার (আনুমানিক ১ হাজার ৫০ কোটি টাকা)।  অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজও সমপরিমাণ অর্থ পাবে।  জিম্বাবুয়ে পাবে কিছুটা কম, ৯৪ মিলিয়ন ডলার।  ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড'র (ইসিবি) ঘরে যাবে ১৪৩ মিলিয়ন ডলার।

অন্যদিকে আইসিসির সহযোগী দেশগুলোকে সম্মিলিতভাবে পাবে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার।  ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশগুলোকে এই অর্থ দেবে আইসিসি।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে