বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৭:৫১:৫১

মোড়লগিরি হারিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের চিন্তা ভারতের!

মোড়লগিরি হারিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের চিন্তা ভারতের!

স্পোর্টস ডেস্ক: আইসিসির 'তিন মোড়ল' নীতি টিকিয়ে রাখতে অবশেষে কোনো দেশকেই পাশে পায়নি ভারত। এমনকী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও নয়। এমতবস্থায় কী পরিমাণ ক্ষোভ বিরাজ করছে দেশটির ক্রিকেট প্রশাসনে তা সহজেই অনুমেয়। এর প্রতিশোধ হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত! টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে সহ ভারতের প্রথম সারির দৈনিকগুলো এই সম্ভাবনার কথা প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আইসিসির এই সভার সিদ্ধান্তের অপেক্ষায় থেকেই এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি ভারত। ২৫ এপ্রিল দল ঘোষণার সময় পেরিয়ে গেছে। ভেতরের খবর হলো, সভায় ইতিবাচক সিদ্ধান্ত না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো যাবেই না ক্রিকেট বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র ভারত। এর মাধ্যমে নাকি তারা আইসিসিকে 'কড়া জবাব' দিতে চায়!

এটা সবার জানা যে, আইসিসির সবচেয়ে বড় আয়ের উৎস ভারতের ক্রিকেট। সে কারণেই ক্রিকেট বিশ্বে দাদাগিরি হারাতে চায়নি এশিয়ার শক্তিশালী দলটি। যে কারণে তারা কৌশলগত ভাবে দল ঘোষণা না করে আইসিসি সহ বাকী পূর্ণ সদস্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে। এছাড়া বাংলাদেশ এবং শ্রীলঙ্কান বোর্ড প্রধানদের সঙ্গে বৈঠকও করেছিল।  কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। এখন যদি ভারত দল ঘোষণা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চায়; সেক্ষেত্রেও জটিলতা আছে। কারণ, নির্দিষ্ট সময় পার হওয়ার পর দল ঘোষণা করে টুর্নামেন্টে অংশ নেওয়া যাবে কি? বাকী দলগুলো ব্যাপারটি মেনে নেবে?

সমস্যা আরও আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নিলে ভারতকে বড় অংকের জরিমানা গুণতে হবে। বর্তমানে লোধা কমিটির রিপোর্ট আর সুপ্রিম কোর্টের রায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা এমনিতেই নড়বড়ে। তাই এই সব বিষয় নিয়ে জরুরী বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক শেষেই হয়ত জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলিদের দেখা যাবে কি না।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে