শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০৫:৫২

অনুশীলনে আকমল-জুনায়েদের বাকবিতণ্ডা

অনুশীলনে আকমল-জুনায়েদের বাকবিতণ্ডা

স্পোর্টস ডেস্ক: অনুশীলন চলাকালে ঘটলো অপ্রীতিকর ঘটনা। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মধ্যে অন্তর্কলহের ঘটনা নতুন কিছু নয়। অনুশীলনে দুই সতীর্থের তর্কাতর্কি বা হাতাহাতির ঘটনায় প্রায়ই শোনা যায়।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই দলে জায়গা হয়েছে উমর আকমল ও জুনায়েদ খানের। আর ঘটনাও তাদের নিয়েই। জুনায়েদকে ‘বিশ্বাসঘাতক’ বলে গালমন্দ করেন উমর, অনুশীলনের মাঝে। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়।

ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের ক্যাম্প চলাকালের মাঝপথেই ছেড়ে যান জুনায়েদ। এক টেলিভিশন শোতে উমর জানান, তার ক্ষেপে যাওয়ার মূলে এটাই ছিল কার। যদিও পরে জুনায়েদ এক ভিডি বার্তায় জানিয়েছেন মূলত ফুড পয়জনিংয়ের কারণে তাঁকে বাড়ি ফিরতে হয়েছিল।

আগামী এক থেকে ১৮ জুন অবধি চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ‘বি’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ হল ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বার্মিংহ্যামে চার জুন পাকিস্তানের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে