শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০১:৫১:৫৬

আইপিএল ইতিহাসে যে ১০ ক্রিকেটার সবচেয়ে দামি

আইপিএল ইতিহাসে যে ১০ ক্রিকেটার সবচেয়ে দামি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিত্তশালী টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতিবছর কোটি কোটি টাকা দিয়ে দেশি বিদেশি খেলোয়াড়দের কিনে নেয় ভারতের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তারপর সেই খেলোয়াড়রা চুক্তিবদ্ধ দলের হয়ে খেলেন ও পারফর্ম করেন।

এবছর যেমন ইংল্যান্ডের দুই খেলোয়াড় বেন স্টোকস ও টাইমাল মিলসকে সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে কিনেছে দুটি আলাদা ফ্র্যাঞ্চাইজি।  রাইজিং পুনে সুপারজায়ান্ট স্টোকসের পিছনে খরচ করেছে ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার।

অপরদিকে ইংল্যান্ডের আর এক বোলার টাইমাল মিলসকেও রেকর্ড পরিমাণ ১.৭০ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এভাবেই সবচেয়ে বেশি দাম পাওয়া খেলোয়াড়দের তালিকায় ঢুকে পড়েছে এই দুজন।  তবে সব আইপিএল মিলিয়ে কারা রয়েছেন সবচেয়ে উপরে, আসুন তা একবার দেখে নেওয়া যাক।

১. যুবরাজ সিং

২০১৫ সালে ২.৬৭ মিলিয়ন ডলারে যুবরাজ সিংকে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।  আইপিএলে এর চেয়ে বেশি দাম কেউ কখনও পাননি।  ২০১৪ সালেও যুবরাজকে ২.৩৩ মিলিয়ন ডলারে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

২. গৌতম গম্ভীর

দিল্লির হয়ে খেলা গৌতম গম্ভীরকে ২০১১ সালে ২.৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।  কেকেআরের হয়ে আর কেউ এত দাম পাননি।

৩. ইউসুফ পাঠান

২০১১ সালে ২.১ মিলিয়ন ডলারের বিনিময়ে ইউসুফ পাঠানকে কেনে কলকাতা নাইট রাইডার্স।  তার আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন ইউসুফ।

৪. রবীন উথাপ্পা

রবীন উথাপ্পা কলকাতা নাইট রাইডার্সের হয়ে বর্তমানে খেললেও তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পরে পুনের হয়ে খেলেছেন।  ২০১১ সালে উথাপ্পাকে ২.১ মিলিয়ন ডলারে কিনে নেয় পুনে।

৫. দীনেশ কার্তিক

২০১৪ সালে দীনেশ কার্তিককে ২.০৮ মিলিয়ন ডলারে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।  ২০১৫ সালে কার্তিককে ১.৭৫ মিলিয়ন ডলার দিয়ে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৬. রবীন্দ্র জাদেজা

বর্তমানে গুজরাট লায়ন্সের হয়ে খেলা রবীন্দ্র জাদেজাকে ২ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেয় চেন্নাই সুপার কিংস।  সেবছর জাদেজাই সবার চেয়ে বেশি দাম পেয়েছিলেন।

৭. রোহিত শর্মা

মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ডেকান চার্জার্সের হয়ে খেলতেন।  পরে ২০১১ সালে তাঁকে কিনে নেয় মুম্বাই।  রোহিত দাম পান ২ মিলিয়ন ডলার।

৮. ইরফান পাঠান

ভারতীয় দলের একসময়ের নির্ভরযোগ্য খেলোয়াড় ইরফান পাঠানকে ২০১১ সালে ১.৯ মিলিয়ন ডলার দিয়ে কেনে দিল্লি ডেয়ারডেভিলস।

৯. সৌরভ তিওয়ারি

রাজস্থান ও মুম্বাইয়ের হয়ে খেলা সৌরভ তিওয়ারিকে ২০১১ সালে ১.৬ মিলিয়ন ডলার দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  তবে সৌরভ প্রথমদিকের মতো পরে আর সেভাবে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি।

১০. কেভিন পিটারসন

ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় কেভিন পিটারসনকে ২০১৪ সালে ১.৫৫ মিলিয়ন ডলার দিয়ে কেনে দিল্লি ডেয়ারডেভিলস।  তবে আইপিএলের কোনও মৌসুমেইই পিটারসন পুরোপুরি নিজেকে মেলে ধরতে পারেননি।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে