শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০৪:০১:৫৫

এবার সাফ কাজের মতোই কাজ করলেন আফ্রিদি!

এবার সাফ কাজের মতোই কাজ করলেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক: প্রায় দুই দশক পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন শহিদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এই ড্যাশিং অলরাউন্ডার। তবে পাওয়া হয়নি আনুষ্ঠানিক বিদায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি আফ্রিদিকে 'উপযুক্ত' বিদায় দিতে চেয়েছিলেন। এই লক্ষ্যে তার সঙ্গে দেখাও করেন শেঠি। তবে পিসিবির সেই প্রস্তাব ফিরিয়ে দেন আফ্রিদি।

গত রোববার আফ্রিদির সঙ্গে দেখা করেন শেঠি। তাকে প্রস্তাব দেন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেয়ার। পাঁচদিন পর শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে সেজন্য পিসিবি কর্তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রস্তাব নাকচ করে দেন আফ্রিদি। এ যেন সাফ পাগলের মত কাজ কাজ করলেন আফ্রিদি!

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে আফ্রিদি টুইটবার্তায় বলেন, 'মিটিং এবং বিদায়ের প্রস্তাবের জন্য ধন্যবাদ নাজাম শেঠি। দুর্ভাগ্যবশত, আমার কমিটমেন্টের কারণে আমি সেই প্রস্তাব গ্রহণ করতে পারছি না।'

আফ্রিদি ২০১৬ সালের শেষের দিকে পিসিবির কাছে 'বিদায়ী ম্যাচ' খেলতে চেয়েছিলেন। তখন সেই প্রস্তাব ফিরিয়ে দেয় বোর্ড। এখন পিসিবির প্রস্তাব ফিরিয়ে দেন আফ্রিদি। এই তারকা অলরাউন্ডার 'উপযুক্ত' বিদায়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও এই ভেবে খুশি হচ্ছেন যে, মিসবাহ-উল-হক ও ইউনিস খানকে আনুষ্ঠানিক বিদায় দেয়ার মধ্য দিয়ে একটা প্রথা চালু করতে যাচ্ছে পিসিবি।

টুইটবার্তায় যেমনটা বলছিলেন আফ্রিদি, 'আমরা লক্ষ্য ছিল একটা প্রথা চালু করা । আমি আনন্দিত যে মিসবাহ এবং ইউনিস যথোপযুক্ত বিদায় পাচ্ছে। আমি আশা করি, এই প্রথা ভবিষ্যতেও চালু থাকবে।'
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে