শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০৭:০৮:৩৭

‘তাহলে কি ক্রিকেট ছেড়ে দেবে পাকিস্তান’

‘তাহলে কি ক্রিকেট ছেড়ে দেবে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে আসা না আসা নিয়ে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এমন আচরণে যারপরনাই বিস্মিত বোর্ড সভাপতি নাজমুল হাসান। তিনি শুনেছেন পরপর তিনবার নাকি বাংলাদেশে আসতে চাচ্ছে না দেশটি। এটা শুনেই নাজমুল নতুন করে প্রশ্ন ছুঁড়েছেন, তাহলে কি ওরা ক্রিকেট খেলা ছেড়ে দিবে?

‘আমি বাইরে শুনেছি ওরা তৃতীয়বার আমাদের এখানে আসতে চাচ্ছে না। তাহলে কি তারা ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাতে কী করবে। ওদের ওখানেও তিনবার, চারবারই যেতে হবে। ওরা যদি পরপর কোনও দেশে তিনবার না যায়, তবে তো ওদের খেলা থেকেই বিরত থাকতে হবে।’ গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজমুল হাসান।

পাকিস্তান ইস্যু নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় বলেও জানিয়ে দেন বোর্ড সভাপতি, ‘আমরা পাকিস্তানের ইস্যুটা নিয়ে চিন্তিত না। তবে অবাক হয়েছি। পাকিস্তান আসবে কি আসবে না এটা তাদের ব্যাপার।’

‘আমাদের এখন যে শিডিউল, তাতে ছেলেদের বিশ্রাম দিতে পারছি না। আমরা আশা করব, যাদের সঙ্গে আমাদের কথা দেওয়া আছে, তারা আসবে। কেউ যদি বিশেষ কারণে না আসতে চায়, তবে আমরা অফিসিয়ালি কারণ জানতে চাইব।’

২০০৯ সালের পর থেকে পাকিস্তানে বড় কোনও দল ক্রিকেট খেলতে যায় না। বাংলাদেশের জাতীয় দলও দীর্ঘদিন দেশটিতে যায় না। বাংলাদেশ এ জন্য পিসিবিকে ক্ষতিপূরণ দিয়েছে। আবার নতুন করে আর্থিক বিষয় সামনে আনলে বিসিবি তাতে কোনভাবেই রাজি হবে না বলে জানান নাজমুল হাসান, ‘আমি যখন বোর্ড প্রেসিডেন্ট হই, তার আগে নাকি ওদের কথা দেওয়া ছিল বাংলাদেশ খেলতে যাবে। এছাড়া আর কোন খেলায় নাকি লস। আইসিসির নিয়মানুসারে সব হিসাব-নিকাশ ওদের চুকিয়ে দেওয়া হয়েছে। নতুন করে কোনও শর্ত মানার প্রশ্ন ওঠে না।’

বিসিবি বুঝতে পারছে না কেন আসছে না পাকিস্তান। দুবাইয়ের সভায় আসা না আসা নিয়ে কোনও কথা বলেননি পিসিবি চেয়ারম্যান। তিনি নাজমুল হাসানের সঙ্গে একবার বসতে চেয়েছিলেন। পরে আর বসেননি। তার আগেই মিডিয়াকে জানিয়ে দেন বাংলাদেশে তারা দল পাঠাবেন না।

পাকিস্তান না আসলে বিসিবি ক্ষতিপূরণ চাইবে কি না এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। আগে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে কারণ জানতে চাওয়া হবে।’

পাকিস্তান না আসলে ওই সময়ে বাংলাদেশ অন্য কোনও দেশকে এনে খেলার পরিকল্পনা করতে পারে, ‘বিসিবি আরও বেশি বেশি খেলতে চায়। পাকিস্তান না আসলে ওই সময়ে অন্য কোনও দলকে এনে সিরিজ আয়োজন করা যায় কি না, সেটি ভাবা হচ্ছে।’
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে