শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৮:৪১:০২

ভারত শুধু টাকার পাগল: বিসিবি সভাপতি

ভারত শুধু টাকার পাগল: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে তিন মোড়ল, সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) নিজেদের আর্থিক বিষয় নিয়ে কম জল ঘোলা করেনি ক্রিকেটের শক্তিধর দেশ ভারত। 

তবে শেষপর্যন্ত আইসিসিতে করুণ হারই দেখতে হয়েছে তাদের।  আইসিসির নতুন আর্থিক মডেলই মেনে নিতে হচ্ছে ভারতকে।  পাওয়া হচ্ছে না অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার।

ভারতের এমন দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে আট দেশ।  বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশও।  ভারত যে অন্যায্যভাবে বেশি অর্থ দাবি করে আসছে সেটা বুঝতে সমস্যা হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও।  তাই তো তার দৃষ্টিতে ভারত হচ্ছে এমন এক দেশ, যারা টাকার পাগল।

দুবাইতে আইসিসির সভা শেষ কেরে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি।  দেশে ফিরে শুক্রবার কথা বলেছেন গণমাধ্যমের সাথে।  সেখানে ভারত প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘ভারতের মূল ব্যাপার হলো, তারা শুধু টাকা চায়।  তাদের সব বিষয়ে আমরা একমত হয়েছি।  কিন্তু বাংলাদেশ বেশি টাকা পাবে, এমন কিছুর দ্বিমত করতে পারি না। ’

তবে বাংলাদেশ বেশি টাকা পেলে ভারতের সমস্যা নেই বলে জানালেন বিসিবি সভাপতি, ‘আমরা যে টাকা পাচ্ছি, এটা নিয়ে ওদের দ্বিমত নাই।  ওরা চাচ্ছে, ওদেরটাও ঠিক থাক।  আমরাও বেশি পাই।  তারা নতুন ফর্মুলা নিয়ে আসতে চেয়েছিলো।  জুন পর্যন্ত সময় আছে, এই সময়ের মধ্যে ওরা যদি নতুন ফর্মুলা আনতে পারে, এবং তা যদি গ্রহণযোগ্য হয়, আমরা এগ্রি করবো। ’

তবে এতে নিজেদের অর্থে টান পড়লে চুপ থাকবেন না জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘ তবে তাতে যেনো আমাদের ভাগ না কমে।  আমরা আগে পেতাম ৬৭ মিলিয়ন, এখন পাবো ১৩২ মিলিয়ন।  বছরে বছরে দেখলে প্রতি বছর সাড়ে ১৬ মিলিয়ন ডলার পাবো।  আগের চেয়ে প্রায় ডাবল।  এই অবস্থান থেকে আমরা সরবো না। ’

আইসিসিতে নিজেদের দাবি আদায়ে হুমকিও দিয়ে রেখেছে ভারত।  তাদের দাবি মেনে নেয়া না হলে আসন্ন চ্যম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে না তারা।  ২৫ এপ্রিল দল ঘোষণার শেষ তারিখ হলেও তারা এখনও দল দেয়নি। 

তবে বিসিবি সভাপতির বিশ্বাস ভারত দল দিয়ে দেবে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দল দেয়নি, তবে দিয়ে দিবে।  তারা ক্রিকেটপাগল দেশ।  তাদের কিন্তু টাকার অভাব নাই।  তারা টাকার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল দিবে না, এমন হতে পারে না।  এটা হয়তো তাদের ইগো ইস্যু। ’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে