শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১১:০৪:৫১

পাকিস্তানকে জবাবদিহির নোটিশ পাঠাবে বিসিবি

পাকিস্তানকে জবাবদিহির নোটিশ পাঠাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: 'বাংলাদেশ সফরে আসবে না পাকিস্তান' এমন খবরে কিছুদিন ধরেই সমালোচানার ঝড় উঠে মিডিয়া গুলোতে।  পরে বিসিবি মারফত খবরটির সত্যতা নিশ্চিত হয়।  এবার এই কারণে পাকিস্তানকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবে বিসিবি।

শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য জানান।  তিনি জানান, খবরটি নিশ্চিত হলেও এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অফিশিয়ালি কোনো চিঠি আসেনি।

সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান বলেন, ‘আমরা এখনও অফিশিয়াল কোনো বার্তা গ্রহণ করিনি।  পেলে ওদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।  সম্ভবত সফর বাতিলের জন্য ওদের কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) পাঠাবো আমরা। ’

আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরকালে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের।  কিন্তু বুধবার এক বিবৃতিতে পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, পাকিস্তান এ বছর বাংলাদেশ সফর করবে না।

বিবৃতিতে শাহরিয়ার খান বলেন, ‘এ বছর বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে আমরা কথা বলেছি।  পাকিস্তান দুবার বাংলাদেশ সফর করলেও বাংলাদেশ ফিরতি সফরে আসেনি।  তাই আমরা তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে যেতে পারিনা।  এজন্য আমরা সফরটি স্থগিত করছি এবং আগামী বছর কোনো দরজা খোলে কি না সেই উপায় খুঁজছি। ’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে