শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১১:১৪:১৫

আশ্চর্যভাবে ম্যাচ সেরা রশিদ খান

আশ্চর্যভাবে ম্যাচ সেরা রশিদ খান

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বল হাতে নিয়েছেন মাত্র একটি উইকেট। কোনো ক্যাচ বা রান আউটের সঙ্গেও যুক্ত নন। দারুণ নেতৃত্ব দিয়েছেন, এমনটাও বলা যাবে না। কারণ, তিনি অধিনায়ক নন। তবু ম্যাচের সেরা ক্রিকেটার রশিদ খান।

আফগানিস্তান থেকে আসা এই ক্রিকেটার এবার আইপিএলের অন্যতম আবিস্কার। ৪ ওভারে রান দিলেন মাত্র ১৬। যা, এই আইপিএলের বাজারে বেশ বড় সাফল্য হিসেবেই ধরা যায়। সানরাইজার্স হায়দরাবাদকে জেতানোর পেছনে তার কৃপণ বোলিং অবশ্যই একটা কারণ। ২৬ রানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিল হায়দরাবাদ।

প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ২০৭/৩। জবাবে, পাঞ্জাব ১৮১/৯। হায়দরাবাদের ওপেনিং জুটিতেই একশো পেরিয়ে যায়। অধিনায়ক ওয়ার্নার করলেন ৫১ (২৭ বলে), শিখর ধাওয়ান করলেন ৭৭ (৪৮ বলে)। তিন নম্বরে নামা উইলিয়ামসন অপরাজিত রইলেন ৫৪ রানে। যুবরাজ ফিরলেন ১৫ রানে।

পাঞ্জাবের হয়ে ৫০ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেললেন শন মার্শ। গাপটিল ২৩, মর্গান ২৬। ভোরা (৩), ম্যাক্সওয়েল (০), ঋদ্ধিমান (২) রান পেলেন না। পাঞ্জাবের ব্যাটসম্যানদের বেঁধে রাখলেন নবাগত রশিদ। ১৮ বছরের এই তরুণের লেগব্রেক বেশ সমস্যায় ফেলেছিল পাঞ্জাব বাহিনীকে। জয়ের সুবাদে ৯ ম্যাচে ১১ পয়েন্ট হল হায়দরাবাদে। পাঞ্জাবের ৮ ম্যাচে ৬ পয়েন্ট।।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে