শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১২:১১:৫৬

ইংল্যান্ডের মাটিতে এখন যা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা

ইংল্যান্ডের মাটিতে এখন যা করছেন বাংলাদেশের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে গত বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন মাশরাফি-মুশফিকরা। গিয়ে লন্ডনের হিলটন ব্রাইটন মেট্রোপলি হোটেলে রাত কাটান টিম টাইগার্স।

এরপর আজ নেমে পড়েন অনুশীলনে। নেটে বেশ কিছুক্ষণ নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ চালিয়ে যান ইমরুল-সৌম্য-নাসিররা। এভাবে টানা তিনদিন অনুশীলন করবে বাংলাদেশ দল।

১ মে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে খেলবে মাশরাফি বাহিনী। ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা।

১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। ১৭ মে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

২৫ মে আবার ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতকে মোকাবেলা করবে সাকিব-তামিমরা। ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।  ৫ জুন টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।  ৯ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাসেক্সে ক্যাম্প ও ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে