শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০১:৩০:৪২

আইসিসিতে কোণঠাসা হয়ে নতুন পথ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড

আইসিসিতে কোণঠাসা হয়ে নতুন পথ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: আইসিসি’র ভোটে হেরে ক্রিকেটবিশ্বে দারুণভাবে কোণঠাসা বিসিসিআই। অনেকের মতে, পরিস্থিতি যেদিকে এগচ্ছে, তা মোটেই ভালো সঙ্কেত নয়।  এতদিন বিশ্ব ক্রিকেটে ভারতের যে সম্মান ছিল তা এক ধাক্কায় অনেকটাই তলানিতে এসে দাঁড়িয়েছে।

এখন সম্মান রক্ষায় নতুন ফন্দী খুঁজছে বিসিসিআই। আইসিসি আট বছরে মোট ২৯৩ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে, ভারত গোঁ ধরে ছিল তাদের আগের মতো ৫৭১ মিলিয়নই দিতে হবে! ভোটাভুটির পর হেরে গিয়ে এখন ভারত চাইছে অঙ্কটা অন্তত ৪৫০ মিলিয়ন করা হোক।  

কিছুটা সহানুভূতি দেখিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ইঙ্গিত দিয়েছেন বড়জোর আর ১০০ মিলিয়ন দেওয়া যেতে পারে ভারতকে, অর্থাৎ, অঙ্কটা সাকল্যে ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে।  দুবাইয়ে পাঁচ দিনের আইসিসি সভায় একঘরে হয়ে যাওয়া ভারত এখন দাবি তুলেছে আট বছরে ৪৫০ মিলিয়ন ডলার দিতে রাজি হলে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে।  

'আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেওয়ার অর্থ আগামীতে আইসিসির বিশ্বকাপেও অংশ না নেওয়া। কিন্তু আমাদের আয় ৫৭১ থেকে ২৯৩ মিলিয়ন ডলারে নামিয়ে দিয়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া হয়েছে। ২৯৩ মিলিয়ন কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা ক্রিকেটের গঠনতন্ত্র সংস্কার নিয়ে কিছু বলছি না, কিন্তু আর্থিক সংস্কারের জন্য আমরা আরও দু-তিন মাস আইসিসিকে অপেক্ষা করার অনুরোধ করেছিলাম।  

কিন্তু সেটা উপেক্ষিত হয়েছে। আমরা আইসিসি মিটিংয়ে বলেছি অঙ্কটা অন্তত ৪৫০ মিলিয়ন হলে আমরা দেশে ফিরে বোর্ড কর্তাদের তা বোঝানোর চেষ্টা করতাম। ' টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া মন্তব্যে এমনটাই জানিয়েছেন দুবাইয়ে উপস্থিত ভারতীয় বোর্ডের এক কর্তা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেওয়ার ব্যাপারে ভারতীয় বোর্ডেও দু'পক্ষ তৈরি হয়েছে। আদালত কর্তৃক নির্ধারণ করে দেওয়া কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিক ভারত। অন্যদিকে, বিসিসিআই (বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন্ডিয়া) চাইছে আইসিসিকে চাপে রাখতে চ্যাম্পিয়ন্স ট্রফি উপেক্ষা করুক ভারত।  সিওএ আইসিসির এই সভায় ভারতীয় বোর্ড কর্তা অমিতাভ চৌধুরীকে পাঠিয়েছিল, যিনি কি-না আবার শ্রীনিবাসনপন্থি।  

এখন অমিতাভ চৌধুরী চাচ্ছেন বোর্ডের বিশেষ সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের সিদ্ধান্ত নিতে। ৭ মে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বয়কটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিওএর সমর্থন লাগবে। সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএপ্রধান বিনোদ রাই বলেছেন, 'দুবাইয়ে যাওয়ার আগে বোর্ডের কেউ আমার সঙ্গে কথা বলেনি।  

ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করে, তাহলে স্টার স্পোর্টসের মতো স্পন্সরদের কাছ থেকে প্রবল চাপের মুখে পড়বে ভারতীয় বোর্ড।  কেননা তারা এই শর্তেই অর্থ দিয়েছিল, ভারত আইসিসির সব টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।  এই অবস্থায় আইসিসির কাছ থেকে অন্তত ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় বোর্ড কর্তারা।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে