শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০২:২৮:৩৬

নতুন ঘোষণায় আইসিসির পূর্ণ সদস্য হিসেবে রয়েছে যারা

  নতুন ঘোষণায় আইসিসির পূর্ণ সদস্য হিসেবে রয়েছে যারা

স্পোর্টস ডেস্ক: প্রস্তাব এসেছিলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই এর বিরোধিতা করেন। শেষপর্যন্ত আইসিসির বৈঠকেও প্রস্তাবটি বাতিল করা হয়।

বলা হয়েছিলো, পূর্ণ সদস্য মর্যাদা ধরে রাখতে হলে আট বছরের মধ্যে একটি দেশকে আইসিসির ইভেন্টে অন্য একটি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জিততে হবে। এর পাশাপাশি পূর্ণ সদস্য যে কোনো দুটি দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে জিততে হবে অন্তত চারটি ম্যাচ। এই নিয়মে পারফরম্যান্স খারাপ হলে পূর্ণ সদস্যদের অবিনতি দিয়ে সহযোগী দেশ বানিয়ে দেওয়া হবে। একই নিয়মে পারফর্ম করে অর্জন করতে হবে টেস্ট স্ট্যাটাস তথা, পূর্ণ সদস্যর তকমা।

বৈঠক শেষে দেশে ফিরে পাপন জানিয়েছেন, সবার কথা বিবেচনা করেই প্রস্তাবটি বাতিল করা হয়েছে। এ ব্যাপারে ভোটাভুটি হলে বিসিবির পক্ষ নেয় সাতটি দেশ। দুটি দেশ বিরোধিতা করে। জিম্বাবুয়ে অনুপস্থিত ছিলো, তাদেরকে সমর্থন দিয়েছে বাংলাদেশ।

পাপন বলেন, ‘আমি ওই কমিটির মেম্বার। যখনই এটা এসেছিল তখনই আমি অবজেক্ট করেছি। শ্রীলঙ্কায় যাওয়ার আগে ফরম্যালি একটা চিঠি দেই যে, বিসিবি রেলিগেশনের ব্যাপারে রাজি না। সুখবর হচ্ছে রিভাইজ ভার্সনে এটাও বাদ দেওয়া হয়েছে। এরপর এমন কোনো ইস্যু ছিল না যেগুলো নিয়ে বিরোধিতা থাকতে পারে।‘

তিনি আরো বলেন, ‘আমি নিজেই একটা কমিটির মেম্বার। এগুলো আমরাই করি। গঠনতন্ত্রে জিম্বাবুয়ের প্রশ্ন ছিলো অবনমন নিয়ে। বাংলাদেশের কিন্তু অবনমনের কোনো সুযোগ নাই, অদূর ভবিষ্যতে। তারপরও আমরা সব দেশের কথা চিন্তা করে বলেছি, ফুল মেম্বার হলে কারো অবনমন হতে পারে না।‘

এর আগে আইসিসির প্রধান পরিচালনা কর্মকর্তা ইয়াইন হিগিংসকে চিঠি লিখেছিলেন পাপন। সেখানে তিনি বলেছিলেন, ‘প্রস্তাবিত সংবিধানের খসড়া পর্যালোচনা করে বিসিবি এই অবস্থান নিয়েছে যে, কোনো পরিস্থিতিতেই পূর্ণ সদস্য দেশগুলোর মর্যাদা ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। বরং এটা অপরিবর্তনীয় হিসেবে রাখা উচিত। প্রস্তাবিত ধারাটি শুধু আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য হতে পারে।’
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে