শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৪:০৭:৪৮

সাভারে বিজয়ের ব্যাটে রান বন্যা

সাভারে বিজয়ের ব্যাটে রান বন্যা

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের এক সময়ের ওপেনার বিজয়ের ব্যাটে রান বন্যাপাঁচ ম্যাচের ইনিংসগুলো যথাক্রমে ৫৪, ৫০, ৩৪, ৩ এবং ৯৭। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ভালো সময় কাটাচ্ছেন এনামুল হক বিজয়।

শনিবার বিকেএসপি’র তিন নম্বর মাঠে তার ব্যাটে চড়েই আবাহনীর বিপক্ষে ২৮২ রান তোলে গাজী। অন্যদিকে, লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রাফাতুল্লাহ মোহাম্মদ।

১০৯ বল মোকাবেলা করে এই ইনিংস খেলার পথে বিজয়ের ছিলো সাতটি বাউন্ডারি ও তিনটি ছয়। ছিলেন লিস্ট এ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির সামনে। শেষপর্যন্ত তা হতে দেননি মোহন শর্মা। তার বলেই কট বিহাইন্ডের শিকার হন গাজীর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বিজয়ের পাশাপাশি দলের ভারতীয় তারকা পারভেজ রসুল খেলেছেন ৯১ রানের ইনিংস। অধিনায়ক নাদিফ চৌধুরী খেলেছেন ৪১ রানের ইনিংস। আবাহনীর পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন ও কাজী অনিক প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন।

অন্যদিকে, প্রাইম ব্যাংকের রাফাতুল্লাহ ১২৫ বলে ১২৮ রানের ঝড়ো এই ইনিংস খেলেন। বিকেএসপির চার নম্বর মাঠে ১০টি বাউন্ডারি আর ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার ব্যাটে চড়ে সবমিলিয়ে ২৮৪ রান তুলেছে প্রাইং ব্যাংক।

দিনের আরেক ম্যাচে ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের স্পিনার সনজিত সাহার স্পিনে ধ্বস নেমেছে প্রাইম দোলশ্বরের ব্যাটিং লাইনআপে। একাই চার উইকেট নিয়েছেন সনজিত। এছাড়া মোহাম্মদ আশরাফুল নিয়েছেন দুটি উইকেট। এই তোপে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২০২ রান তুলতে সমর্থ হয়েছে দোলশ্বর।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে