শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৪:২১:৫৮

জীবনে একজনের সঙ্গেই জার্সি বদলাতে চেয়েছিলাম : মেসি

জীবনে একজনের সঙ্গেই জার্সি বদলাতে চেয়েছিলাম : মেসি

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোয় শেষ মুহূর্তের গোলে রিয়ালের হার। গোলটি দিয়ে জার্সি খুলে বের্নাবৌ-এর দর্শকদের উদ্দেশে দেখাচ্ছিলেন মেসি। হলুদ কার্ডও দেখলেন তার জন্য। কোনও পরোয়া নেই। মূল্যবান ৩ পয়েন্ট তো ঘরে এল। যত তিনি জার্সি খুলুন, বিপক্ষ দলের কোনও খেলোয়াড়কে যেচে কখনও জার্সি বদলানোর কথা বলেন না মেসি। জীবনে একবারই মাত্র একজন খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেছিলেন তিনি, সেই খেলোয়াড় ছিলেন জিনেদিন জিদান।

গোল করার পর বিপক্ষ দলের খেলোয়াড় থেকে কোচ সকলের অভিব্যক্তিই ধরা পড়েছে ক্যামেরায়। রোনালদো তো হাত-পা ছুড়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন। প্রায় একই অবস্থা রিয়াল কোচ জিদানের। বিরক্তি ঝরে পড়ছিল তার মুখ থেকে। কেউ মুখের গ্রাস কেড়ে নিল যেন! সেই জিনেদিন জিদানের সঙ্গেই নিজের জার্সি বদল করেন মেসি। যদিও নামটা শুনে বার্সা ফ্যানরা বিশেষ খুশি হবেন না তা বলাই বাহুল্য।

মেসি বলেন, ‘আমি জার্সি বদলের কথা কখনও বলি না। কেরিয়ারের একদম শুরুর দিকে জিদানের সঙ্গেই একবার জার্সি বদল করতে চেয়েছিলাম। বের্নাবৌ বা কাম্প নৌতে যখনই খেলা হয় গুটি আমার সঙ্গে জার্সি বদল করতে চাইত। বিপক্ষ দলে সতীর্থ কোনও আর্জেন্তাইন থাকলে তার সঙ্গে জার্সি সোয়াপ করি। এ ছাড়া যদি কোনও খেলোয়াড় এসে বলেন, তখন আমি জার্সি বদল করি। না বললে আমি ড্রেসিং রুমের পথ ধরি।’
২৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে