শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৫:২০:১০

টস জিতে ফিল্ডিংয়ে বেঙ্গালুরু- দুই দলের একাদশে আছেন যারা

টস জিতে ফিল্ডিংয়ে বেঙ্গালুরু- দুই দলের একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক: দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে ধাক্কা দিতেই হবে। আট দলের মধ্যে তাদের অবস্থান সপ্তম। আজ জয়ের খোঁজেই মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাইজিং পুনে সুপারজায়ান্টের মুখোমুখি হয়েছে কোহলি-ভিলিয়ার্সের বেঙ্গালুরু। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। পুনেকে তাই প্রথমে ব্যাটিং করতে হচ্ছে।

কী যে ক্রিস গেইলের! টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়েও জায়গা হচ্ছে না বেঙ্গালুরুর নিয়মিত একাদশে। আজও একই পরিণতি হলো ক্যারিবীয় ব্যাটিং দানবের। তার পরিবর্তে একাদশে ফিরেছেন অ্যাডাম মিলনে। দলটির একাদশে পরিবর্তন এসেছে আরও দুটি। মানদ্বীপ ও অঙ্কিতের পরিবর্তে খেলছেন শচীন বেবি ও স্টুয়ার্ট বিনি।

অপরদিকে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠ নেমেছে পুনেও। শারদুল ঠাকুর আউট, আর দীপক চাহার ইন। ফাফ ডু প্লেসিসের স্থলাভিষিক্ত হয়েছেন লুকি ফার্গুসন।

বেঙ্গালুরু একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), ট্রাভিস হেড, এবি ডি ভিলিয়ার্স, কেদার যাদব, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, পবন নেগি, অ্যাডাম মিলনে, স্যামুয়েল বদ্রি, যোগেন্দ্র চাহাল ও শ্রীনাথ অরবিন্দ।

পুনে একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাথি, মহেন্দ্র সিং ধোনি, মনোজ তিওয়ারি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, লুকি ফার্গুসন, জয়দেব উনারকাত, দীপক চাহার ও ইমরান তাহির।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে