‘ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখা উচিত’
স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছেনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বার বার অনুরোধ স্বত্ত্বেও সিরিজ খেলতে রাজি হচ্ছেনা ভারত ক্রিকেট বোর্ড। যেও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতের ম্বুবাইয়ে দুই দেশের ক্রিকেট প্রধানের বৈঠক বসার কথা ছিল। কিন্তু তাও ফিকে হয় যায় ভারতের উগ্রপন্থি শিব সেনাদের বাধার মুখে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের এহেন অবস্থা দেখে পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মেসবা-উল-হক মনে করছেন, ‘ক্রিকেট থেকে রাজনীতিকে অবশ্যই দূরে রাখতে হবে। একই সাথে ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পাক ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক জানান, ‘শুধু ভারত-পাকিস্তান নয়, আমার মনে হয় যেকোনও ধরনের খেলা থেকে রাজনীতিকে দূরে রাখা উচিৎ। আমাদের উচিৎ সবার সঙ্গেই খেলা। নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্তও তাই আমি মেনে নিতে পারছি না’।
ভারতে খেলতে আসার ব্যাপারে তিনি বলেন, ‘আপনি কখনোই চাইবেন না যে আপনাকে যেকোনও জায়গায় খেলতে বাধা দেওয়া হোক। আমরাও সব জায়গাতেই খেলতে চায়। তবে ভারতের বর্তমান রাজনীতিক পরিবেশ যে কাউকে চিন্তায় রাখবে।’
২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর