রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৭:৫৬:৫২

ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় সব দল!

 ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় সব দল!

স্পোর্টস ডেস্ক: বুধবার দুবাইতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ভোটাভুটিতে ভরাডুবি হয়েছে ভারতের।  প্রস্তাবিত তিন মোড়ল দেশের জন্য বিতর্কিত লভ্যাংশ নীতির ক্ষেত্রে তাদের দেওয়া প্রস্তাব ৮-২ ভোটে বাতিল হয়।  এছাড়া গঠনতন্ত্র পুনর্গঠনের ভোটের ফলও বিপক্ষে গেছে ভারতের।

এমন অবস্থায় ভারত আগামী এক জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।  তবে ভারত অংশ না নিলেও চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে আইসিসি।  শুধু তাই নয়, সবগুলো দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

এ প্রসঙ্গে পিসিবি সভাপতির ভাষ্য, ‘আইসিসির বোর্ড সভায় বড় ব্যবধানে ভোটাভুটিতে হারার পর ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।  একটি বিষয় আমি স্পষ্ট করে বলি, ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নাও নেয় ভারতকে ছাড়াই প্রায় সবগুলো দলই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। যদি ভারত না খেলে ওয়েস্ট ইন্ডিজ কিংবা অন্য কোনো দলকে চ্যাম্পিয়নস ট্রফিতে যুক্ত করতে পারে আইসিসি। ’

আইসিসির অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে ভারত অংশ না নিলে বড় রকমের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।  তবুও সকল দেশ খেলতে প্রস্তুত বলে জানান ৮৩ বছর বয়সী শাহরিয়ার খান, ‘ভারতের অংশগ্রহণের উপর আইসিসির আয় অনেকটা নির্ভর করে।  ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে আইসিসিকে।  তবুও আইসিসির সকল দেশ খেলতে প্রস্তুত আছে। ’

গত মঙ্গলবার (২৫ এপ্রিল) ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করার শেষ দিন।  বাকি সাত দল ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করে দিয়েছে।  কিন্তু আইসিসির সঙ্গে আর্থিক দ্বন্দ্বের কারণে নির্দিষ্ট সময়ের মাঝেও দল ঘোষণা করেনি গত আসরের চ্যাম্পিয়ন ভারত।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে