রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১১:৩০:৪৮

আজ ম্যাচ রয়েছে হায়দরাবাদ-কলকাতার, ঠিক সাইড বেঞ্চে বসেই দেখবেন তারা!

আজ ম্যাচ রয়েছে হায়দরাবাদ-কলকাতার, ঠিক সাইড বেঞ্চে বসেই দেখবেন তারা!

স্পোর্টস ডেস্ক: দশম আইপিএলে দুরন্ত গতিতে ছুটছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। নয়টি ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর এখন এক নম্বরে। গত ম্যাচে ইডেনে দিল্লি ডেয়ারডেভিলসকে হারানোর পর গৌতম গম্ভীররা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নিজামের শহরে পৌঁছে গিয়েছেন সূর্যাস্ত ঘটানোর আশা নিয়ে।

এই ম্যাচটা জিততে পারলে নাইট রাইডার্স প্লে-অফে ওঠার পথে আরো একধাপ এগিয়ে যাবে। উলটো দিকে, ঘরের মাঠে নাইট-পার্টি থামাতে মরিয়া মোস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদও। আজ ম্যাচ রয়েছে হায়দরাবাদ-কলকাতার, ঠিক সাইড বেঞ্চে বসেই দেখাবেন তারা! দেশেও আসলেন না তারা আর মাঠে নামাও হলো না।

শুক্রবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে ডেভিড ওয়ার্নাররা মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছেন। প্রথম সাক্ষাতে কেকেআর হারিয়ে দিয়েছিল গতবারের চ্যাম্পিয়নদের। তাই রোববার নাইট রাইডার্সকে হারিয়ে বদলা নিতে মুখিয়ে ওয়ার্নার বাহিনীও।

দুরন্ত ফর্মে আছেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। চারটি হাফ-সেঞ্চুরি সহ নয়টি ম্যাচে তার সংগ্রহ ৩৭৬ রান। কমলা টুপির মালিক তিনি। কেকেআর ক্যাপ্টেনকে ঘিরে প্রত্যাশা আরো বেড়ে গেছে। গম্ভীর যদি শুরুটা ভালো করে দেন, তাহলে বড় রান খাড়া করা কিংবা বড় টার্গেট তাড়া করে ম্যাচ জিততে সমস্যা হবে না নাইটদের।

সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চান না কোচ জ্যাক ক্যালিস। তাই নাইট রাইডার্সের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। গৌতম গম্ভীরের সাথে ওপেন করবেন সুনীল নারিনই। পাওয়ার প্লে’তে দ্রুত গতিতে রান করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডারটি।

রবীন উথাপ্পা প্রথম দিকে বড় রান না পেলেও ফর্মে ফিরে এসেছেন। পর পর দুটি ম্যাচে দলকে জেতানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিপক্ষ দলের বোলারদের মনে ত্রাসের সঞ্চার ঘটিয়েছেন রবীন।

কেকেআরের আর এক তারকা ব্যাটসম্যান মণীশ পাণ্ডেও নিয়মিত রান পাচ্ছেন। তবে বেশ কয়েকটি ম্যাচে হাত খুলে খেলার সুযোগ পাননি মণীশ। কিন্তু ইউসুফ পাঠান ব্যাট হাতে একটা ম্যাচেই এখনও অবধি সফল। যদিও তার বিশ্রী ফিল্ডিং দলের মধ্যে প্রশ্ন তুলে দিচ্ছে। সূর্যকুমার যাদব একেবারেই ফর্মে নেই। তিনি বাদ পড়েছেন। যদিও এই ম্যাচে সূর্যকে ফেরানোর পথ খুঁজছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

তিন পেসার নিয়েই মাঠে নামতে পারে নাইট রাইডার্স সেক্ষেত্রে উমেশ যাদবের সঙ্গী হওয়ার প্রবল সম্ভাবনা কুইল্টার নাইলেরই। খেলতে পারেন ক্রিস ওকসও। তিন স্পিনার হিসাবে সুনীল নারিনের সাথে প্লেয়ার্স লিস্টে দেখা যেতে পারে পীযূষ চাওলা ও কুলদীপ যাদবকে। তবে এই ম্যাচে কলিন গ্র্যান্ডহোমকে বসিয়ে সাকিব আল হাসানকে খেলানো হলে এক স্পিনার কম খেলাতে পারে কেকেআর। তবে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব। তাকে দলে নেয়া হলে কুলদীপকে বিশ্রাম দেয়া হতে পারে।

গৌতম গম্ভীরের থেকে খুব একটা পিছিয়ে নেই ডেভিড ওয়ার্নার। সানরাইজার্সের অধিনায়ক আট ম্যাচে করেছেন ৩৩৩ রান। কমলা টুপি দখলের লড়াইয়ে দারুণভাবে রয়েছেন তিনিও। দুই দলের অধিনায়ক গম্ভীর-ওয়ার্নারের দ্বৈরথ এই ম্যাচের মূল আকর্ষণ।

ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ানরা জানেন কীভাবে ব্যর্থতা ঘুচিয়ে জয়ের পথে ফিরে আসতে হয়। গত ম্যাচে ওপেনিং জুটিতে ব্যাটে ঝড় তুলেছিলেন ধাওয়ান-ওয়ার্নার। তারা দাঁড়িয়ে গেলে নাইটদের কপালে দুঃখ রয়েছে। ফর্মে আছেন মোজেস হেনরিকস। এছাড়া কেন উইলিয়ামসন মিডল অর্ডারে হায়দরাবাদের বড় ভরসা। নায়ক হয়ে ওঠার হাতছানি যুবরাজ সিংয়ের সামনেও।

দশম আইপিএলের বড় চমক আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আট ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট। ঘরের মাঠে হায়দরাবাদ পেস সহায়ক উইকেটে খেলার সাহস দেখাতে যাবে বলে মনে হয় না। কারণ, বিপক্ষ দলের পেস অ্যাটাক খুবই মজবুত। তবে এবারের আইপিএলে এখনও অবধি সফল পেসারটির নাম ভুবনেশ্বর কুমার। সানরাইজার্সের জার্সি গায়ে তিনি আট ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। ভুবির পেস ও স্যুইং কিন্তু বিপাকে ফেলবে নাইটদের।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে