রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১২:২০:০৫

মানুষের ভালোবাসার জন্যই জাতীয় দল ভীষণ মিস করি: বিজয়

মানুষের ভালোবাসার জন্যই জাতীয় দল ভীষণ মিস করি: বিজয়

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে। একই বছরের শেষদিকে একটি টি-টোয়েন্টিতে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি এনামুল হক বিজয়। কিন্তু হাল ছাড়েননি, ঘরোয়া ক্রিকেটে সমানে রান তুলে গেছেন। লক্ষ্য, জাতীয় দলের প্রিয় ড্রেসিংরুমে ফিরে যাওয়ার।

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই ওপেনার। শেষ ম্যাচে শনিবার আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলেছেন ৯৭ রানের অনবদ্য ইনিংস। দলও জিতেছে। চার ম্যাচে ‘নার্ভাস নাইটিজ’ পাশাপাশি রয়েছে একটি ৫০ ও ৫৪ রানের ইনিংস।

সবকিছু মিলিয়েই জাতীয় দলের ফেরার পথটা পরিস্কার করতে চাইছেন জাতীয় দলের হয়ে ৩০ ওয়ানডেতে ৯৫০ রান করা এই ক্রিকেটার। কিন্তু চ্যালেঞ্জটা সহজ হবে না সেটাও জানেন।
এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আমার ভালো খেলাটা জরুরি। গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে প্রায় আড়াই হাজার রান করেছি, উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়!

জাতীয় দলের ভাবনা সব সময়ই কাজ করে। কেউ চায় না ওই ড্রেসিংরুমটা ছেড়ে আসতে। কেউ চায় না বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হাতছাড়া করতে। জাতীয় দলে খেললে মানুষের যে ভালোবাসা পাওয়া যায়, সেটা ভীষণ মিস করি। যারা জাতীয় দলের বাইরে থাকে, সবারই এই অনুভূতিটা হয়।’

২০১৫ বিশ্বকাপে ফিল্ডিং করতে গিয়ে চোটের মুখে পড়েন বিজয়। তারপর থেকেই সৌম্য সরকারের জায়গাটা শক্ত হয়ে গেছে। কয়েকটা সিরিজ স্কোয়াডে থাকলেও, আপাতত ঘরোয়াতেই তিনি।

এই সময়টাতেই নিজের সমস্যাগুলোকে সারিয়ে নিচ্ছেন বিজয়। আগের মতো বেশি বল খেলাও কমেছে খানিকটা। কোচ সালাউদ্দিনের পরামর্শে ব্যাটিংয়েও পরিবর্তন এনেছেন, ‘সালাউদ্দিন স্যার আমাকে বলেছেন, এক-দুই রান ও বাউন্ডারি সংখ্যা বাড়াতে হবে। সেটাই করার চেষ্টা করছি।

একটা ম্যাচে ৪৭ বলে ৫০, আরেকটিতে ৫১ বলে ৫৪ রান করে আউট হয়েছি। আজ (কাল) মাংসপেশিতে টান না লাগলে ১২০ বলে ১৫০ রানও হতে পারত! চেষ্টা করবো প্রিমিয়ার লিগ শেষে স্ট্রাইকরেটটা ১০০ বা ১১০ রাখতে।’
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে