বিপিএলে দল না পাওয়া টাইগারদের যা বললেন পাপন
স্পোর্টস ডেস্ক : কারও কান্নাঁ ও কারও হাসি যেন একই সূত্রে গাঁথা। কথায় বলে কারও পৌষ মাস আর কারও সর্বনাশ। জাতীয় দল ও এ দলের অনেক ক্রিকেটারই অংশ নেবে এবারের বিপিএল আসরে। বিপিএলে ডাক পাওয়ায় হয়তো উচ্ছ্বাসে মেতে উঠেছেন তাদের প্রিয়জনরা। কিন্তু অবিচারের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রিকেটার। এই তালিকাটি বেশ লম্বা।
উপেক্ষিত ক্রিকেটারদের ক্ষোভ ছুঁয়ে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও। বিপিএলে খোলায়াড় নেয়ার কাজটা দল মালিকদের হলেও তিনি আশ্বাস দিয়েছে দল না পাওয়া ক্রিকেটারদের।
নাজমুল হাসান পাপন বলেছেন, আরও এক সপ্তাহ সময় রয়েছে। এই সময়ের মধ্যে দল মালিকগুলো আরো খেলোয়াড় সংগ্রহ করতে পারবে। পাপন জানান, তিনি উপেক্ষিত ক্রিকেটারদের বিষয়ে দল মালিকদের সাথে কথা বলে দেখবেন।
প্রসঙ্গত, অলোক কাপালি, মার্শাল আইয়ুব, রাকিবুল হাসান, ফরহাদ হোসেন, রাজিন সালেহ, তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ নাজিমউদ্দিন, যুবায়ের হোসেন, মোহাম্মদ শরিফ, সোহরওয়ার্দী শুভ, ডলার মাহমুদ ও নাজমুল হোসেন শান্তর মত ক্রিকেটাররা কোনো দল পাননি ২০১৫ বিপিএলে খেলার জন্য।
এসব ক্রিকেটার ছাড়াও বিসিবির তালিকায় থাকা আরো অনেকে রয়েছেন যাদের যায়গা হয়নি কোনো টিমে। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে উপেক্ষিত ক্রিকেটারদের।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর