পাকিস্তানের ধাক্কায় আলী-বেল ঝড়ে গেলেন শুরুতেই
স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতের ধুবাইয়ে দ্বিতীয় টেস্ট খেলছে পাকিস্তান ও ইংল্যান্ড। টেস্টের দ্বিতীয় দিনে বিশেষ কোনো সুবিধা পায়নি পাকিস্তান। মোটামুটি সংগ্রহ দাঁড় করানোর পরেই দ্রুত উইকেট হারায় পাকিস্তান।
অলআউট হওয়ার পরে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেয় ইংল্যান্ড। পাকিস্তানের বোলারদের আক্রমণে ধাক্কা খায় ইংলিশ শিবির। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৭৮ রান।
নিজেদের বোলিং সেসনে শুরতেই ইংল্যান্ডের দুই তারকাকে প্যাবিলিয়নের পথ দেখায় পাকিস্কান। ওয়াহাব ও ইমরানের বলে ইংলিশ ওপেনার মঈন আলী ও তিন নম্বরে ব্যাট করতে নামা ইয়ান বেল ঝড়ে পড়েন শুরুতেই।
কুককে সাথে নিয়ে ওপেনিংয়ে নামা মঈন করেন ১ রান, বেল করেন ৪ রান। তবে কুক ও রুট চেষ্টা করছেন দলকে শক্ত অবস্থানে নেয়ার। প্রথম ইনিংসে পাকিস্তানের পক্ষে একমাত্র সেঞ্চুরি করেন মিসবাহ।
অন্যদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান করেন আসাদ শফিক। তৃতীয় সবোচ্চ ৫৬ রান করেন ইউনুস খান। অন্যদের মধ্যে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান শন মাসুদ করেন ৫৪ রান। ৩ টেস্টের প্রথমটি ড্র হয়। দ্বিতীয় টেস্টে একরকম অসম লড়াই চলছে দুই দেশের দ্বিতীয় টেস্টে।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�