রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১০:৩৯:০৯

ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে হায়দ্রাবাদ

ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক: ডেভিড ওয়ার্নার একাই ঝড় তুলে দিয়ে গেলেন। আর কারও এখানে রান না করলেও চলতো। তবুও অন্যরা তার সঙ্গে মিলে কেকেআর বোলারদের ওপর ঝড়ের বেগ ধরে রেখেছিলেন। ৫৯ বলে ওয়ার্নারের ১২৬ রান, কেন উইলিয়ামসনের ২৫ বলে ৪০ রানের ওপর ভর করে গৌতম গম্ভীরদের সামনে ২১০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার জন্য ওয়ার্নারকে আমন্ত্রণ জানান গৌতম গম্ভীর। ব্যাট করতে নেমে রীতিমত টর্নেডো বইয়ে দিতে শুরু করেন ডেভিড ওয়ার্নার। ২০ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। ৪৩ বলে পূরণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৯ বল খেলে করেন ১২৬ রান। ১০টি বাউন্ডারির সঙ্গে মারেন ৮টি ছক্কার মার।

শিখর ধাওয়ানকে নিয়ে গড়েছিলেন ১৩৯ রানের জুটি। ৩০ বলে ২৯ রান করে এ সময় আউট হন ধাওয়ান। ১৭১ রানের মাথায় আউট হন ওয়ার্নার। ইনিংসের শেষ বলে আউট হন উইলিয়ামসন। ৫টি বাউন্ডারির সাহায্যে উইলিয়ামসন করেন ২৫ বলে ৪০ রান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৯ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে