রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১১:৩৫:১২

ওয়ার্নারের টর্নেডো ঝড়ে ছিন্নভিন্ন কলকাতা নাইট রাইডার্স

ওয়ার্নারের টর্নেডো ঝড়ে ছিন্নভিন্ন কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: আইপিএলে ব্যাট হাতে আবারও ঝড় তুললেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার ৪৩ বলের ঝড়ে ছিন্নভিন্ন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। মাত্র ৪৩ বলে সেঞ্চুরি করার পর ১২৬ রানে থামেন অজি ওপেনার।

এই ম্যাচে কলকাতার হয়ে সাকিব আল হাসান কিংবা হায়দরাবাদের হয়ে মোস্তাফিজুর রহমান কেউই মাঠে নামার সুযোগ পাননি। তাই সাকিব বনাম মোস্তাফিজ দ্বৈরথ দেখা হল না টাইগারপ্রেমী দর্শকদের।

টসে জিতে ফিল্ডিং নেয়া নাইট বোলারদের এদিন নির্দয়ভাবে পিটিয়েছেন ওয়ার্নার। কোল্টার নাইল, সুনীল নারিন, উমেশ যাদব কিংবা ইউসুফ পাঠানদের অনায়াসে সীমানাছাড়া করেছেন। বাউন্ডারি হাঁকিয়েছেন ১০টি আর ওভার বাউন্ডারি ৮টি!

তিন অংকে পৌঁছতে ওয়ার্নার খেলেন মাত্র ৪৩ বল। এরপর যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ২১৩.৫৫ স্ট্রাইকরেটে ১২৬ রান করতে বল খেলেছেন মাত্র ৫৯টি।

এর আগে ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ার্নারের তাণ্ডব দেখে অপর প্রান্তে থাকা শিখর ধাওয়ান যেন দর্শক হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ক্রিস ওকসের বলে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের হাতে ধরা পড়েন ওয়ার্নার।

ওয়ার্নার ঝড়ের সঙ্গে কেন উইলিয়ামসনের ২৫ বলে ৪০ রানে ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রান করেছে হায়দরাবাদ।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে