কলম্বোতে শ্রীলঙ্কার বোলারদের একচ্ছত্র রাজত্ব, লজ্জাজনক রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফর মোটেই ভালো যাচ্ছে না। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাচ্ছে শোচনীয়ভাবে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার কাছে সেদিন হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টর পর কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলতে নামে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ব্যাটিং সেসনে ভালো করতে পারেনি শ্রীলঙ্কাও।
মাত্র ২০০ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। তবে এর জবাবটা সঠিকভাবেই দিয়েছে শ্রীলঙ্কার বোলাররা। ঘরের মাঠে রাজত্ব ছিল লঙ্কান বোলারদের। প্রাসাদ, পেরেরা, শ্রীওয়ার্দেনে ও হেরাথ জ্বলে ওঠেন একযোগে। তারা যথাক্রমে ৪, ৩, ২ ও ১টি করে উইকেট শিকার করেন প্রতিপক্ষের। ১৬৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। অন্যদিকে প্রথম ইনিংসে ভালো সংগ্রহ না পাওয়ার জবাব ব্যাট হাতেও দিচ্ছে শ্রীলঙ্কা।
দ্বিতীয় সেসনে ১৬ ওভার ব্যাটিং শেষে ৭৮ রানের লিড দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রিকেটাররা যেন প্রথম টেস্টে জয় পাওয়ার সুবাধে হারানো মনবল ফিরে পেয়েছেন।
দুই দেশের এই টেস্ট সিরিজ শেষে শেষ হাসি হাসতে পারলে ওয়ানডের জন্য আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে দলটির। কেননা এর আগে ভারত ও পাকিস্তানের কাছে ঘরের মাঠেই হারের স্বাদ পেতে হয়েছিল শ্রীলঙ্কাকে। পরাজয় নয় এবার নিজেদের মাটিতে সিরিজ জয়ের অভাষ পাচ্ছেন ম্যাথিউস বাহিনী।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�