সোমবার, ০১ মে, ২০১৭, ১০:২০:১৬

প্রীতি জিনতার এত বড় কপাল!

প্রীতি জিনতার এত বড় কপাল!

স্পোর্টস ডেস্ক: অনেক বড় কপাল বলিউড নায়িকা প্রীতি জিনতার। বেঙ্গালুরুর দেখানো পথেই হাঁটল দিল্লি। কয় ম্যাচ আগেই কলকাতার বিপক্ষে আইপিএল ইতিহাসের সর্বনিম্ন ৪৯ রানে অলআউট হয়েছিলেন কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সরা। রোববার দিল্লি ডেয়ারডেভিলস তারচেয়ে কিছু বেশি রান তুলেছে। তবে ৬৭ রানে অলআউটকে লজ্জাই বলা যায়। পরে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

পাঞ্জাবের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংসে দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৮ রান এসেছে কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে। সমান ১১ রান করে এসেছে কাগিসো রাবাদা এবং জহির খানের অনুপস্থিতে অধিনায়কত্বের ভার সামলানো করুন নায়ারের থেকে। দিল্লির ইনিংস জুড়ে ছয়ের মার ছিল মাত্র ২টি, আর চার এসেছে ৩টি!

সফরকারী ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাওয়াতে মূল ভূমিকা পালন করেছেন সন্দীপ শর্মা। মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই মিডিয়াম পেসার। দুটি করে অক্ষার প্যাটেল ও বরুণ অ্যারনের।

মামুলি লক্ষ্য জয় করতে পাঞ্জাবের বল লেগেছে মাত্র ৪৭টি। মার্টিন গাপটিল মনের সুখে ব্যাট চালিয়ে এর মধ্যেই ২৭ বলে তুলে নিয়েছেন অর্ধশতকও। ৬ চার ও ৩ চয়ের মার তাতে। আরেক ওপেনার হাশিম আমলা করেছেন অপরাজিত ১৬ রান।

দিল্লির বিপক্ষে বিশাল এই জয় পাঞ্জাবকে তুলে এনেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। ৯ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ৫ ম্যাচে ৮ পয়েন্ট গ্লেন ম্যাক্সওয়েলের দলের।
১ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে