স্পোর্টস ডেস্ক : ভারত ও দক্ষিণ আফ্রিকার ৪র্থ ওয়ানডে ম্যাচের ঘটনা। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং করার সময় ১৫তম ওভারের ঘটনা এটি। ১৭ রান নিয়ে ব্যাট করতে ছিলেন ডু প্লেসিস। অপর প্রান্তে বল করতে থাকেন প্যাটেল। প্যাটেল বল করে ক্যাস আউটের আবেদন করেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে বলটি তালুবন্তি করেন করেন মাহেন্দ্র সিং ধোনি।
আম্বায়ার আঙ্গুল উচিঁয়ে আউটের সঙ্কেত দেন। কিন্তু এটি মেনে নিতে পার ছিলেন না ডু প্লেসিস। তিনি আউট নিয়ে প্রশ্ন তোলেন ও আম্বায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন।
পরে আউট হওয়ার বিষয়টি বারবার টিভি রিপ্লেতে দেখানো হয়। কিন্তু আইসিসির নিয়ম তথা লেবেল ওয়ান ভঙ্গের অভিযোগে শাস্তি দেয়া হয় এই আফ্রিকান ক্রিকেটারকে। শাস্তি হিসাবে তাকে ম্যাচের ১৫ শতাংশ জরিমানা করা হয়।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর