শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৯:২০:৩২

সেই শেহওয়াগের ব্যাটে রানের বন্যা

সেই শেহওয়াগের ব্যাটে রানের বন্যা

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ভারতের সেরা ওপেনার বীরেন্দ শেহওয়াগ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও রঞ্জিতে চলছে শেহওয়াগ ঝড় চলছেই। দলের অধিনায়কও তিনি নিজে। বৃহস্পতিবার মহীশূরে কর্নাটকের বিরুদ্ধে চলতি রঞ্জি মরসুমে নিজের প্রথম শতরানটি করে ফেললেন নজফগড়ের সুলতান। চলতি মরসুমেই দিল্লি ছেড়ে হরিয়ানার হয়ে রঞ্জিতে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন শেহওয়াগ । রঞ্জিতে শেহওয়াগের ব্যাটে রানের বন্যা। হরিয়ানার হয়ে মাঠে নামেন তিনি। মারকুটে ইনিংসটি সাজানো ছিল ১৬ টি চার এবং তিনটি বিশাল ছক্কা দিয়ে। টেস্ট গড়নের ম্যাচে ১৭০ বলে করলেন ১৩৬ রান। কর্নাটকের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নেন শেহওয়াগ। শুরুতেই দুটি উইকেট হারায় তার দল। চাপের মুখে জ্বলে শেহওয়াগের তাণ্ডব। ভারতীয় দলের হয়ে এক ইনিংসে ৩০০ উপর কয়েকটি ইনিংস খেলেছেন শেহওয়াগ। কয়েকদিন আগে দেশের হয়ে ক্রিকেট খেলাকে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করেন তিনি। এই শেহওয়াগ ঘরোয়া ক্রিকেটের আলো ছড়ানোর কারণে কতদিন খবরের শিরোনাম হয়ে থাকবেন সেটা এখনো স্পষ্ট করেননি তিনি। ২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে