বিপিএলের দল পেয়ে যা বললেন হতাশ অলক কাপালি
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের এক সময় খেলেছিলেন তারকা অলরাউন্ডার হিসেবে। ২০১২ সালের সেই বিপিএলে তিনি ছিলেন আইকন ক্রিকেটারদের একজন। সিলেট রয়ালসের অধিনায়কও ছিলেন অলক কাপালি। টুর্নামেন্টটির সর্বশেষ আসরেও ব্যাটে-বলে ছিলেন ঝলমলে। জাতীয় দলের একসময়ের অন্যতম সেরা সেই অলক কপালিকে ‘প্লেয়ার বাই চয়েস’ কোনো দলই তাকে দলভুক্ত করতে আগ্রহ দেখায়নি।এমনটা জেনে হতাশায় মুষড়ে পড়েছিলেন তিনি।
বৃহস্পতিবার ‘প্লেয়ার বাই চয়েস’ অনুষ্ঠানে কোনো দলই তাকে দলভুক্ত করতে আগ্রহ দেখায়নি। অনুষ্ঠান শেষে হতাশ অলক কপালির হঠাৎ ভাগ্য পরিবর্তন হয়ে যায়। প্লেয়ার বাই চয়েজ শেষ হওয়ার ১ ঘণ্টার মধ্যেই তাকে ফোন করে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একইদিনে তাই দু‘রকম অনুভূতিই ছুঁয়ে গেছে কাপালিকে।
প্রথমেদল না পাওয়ার হতাশা এবং কিছুক্ষণ পরে দল পাওয়ার আনন্দ- সবমিলিয়ে আসলে অনুভূতিটা কেমন, এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘সত্যি হতাশ হয়ে পড়েছিলাম। গত মৌসুমে ডাবল সেঞ্চুরি করেছি। সেঞ্চুরিও ছিল। তাই আশা করছিলাম কোনো দল ডাকবে। সেটা না হওয়ার কারণেই হতাশ হয়ে পড়েছিলাম।
অবশ্য এক ঘণ্টার ব্যবধানেই হতাশা কেটে গেছে অলক কাপালির। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্লেয়ার বাই চয়েস শেষ হওয়ার ১ ঘণ্টার মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন ভাই আমাকে ফোন করে কুমিল্লায় খেলার কথা বলেছেন।
২৩ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�