শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৬:০১:৩৬

পাকিস্তানকে ইংল্যান্ডের পাল্টা জবাব

পাকিস্তানকে ইংল্যান্ডের পাল্টা জবাব

স্পোর্টস ডেস্ক: দুবাই টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৮২ রান তুলেছে ইংল্যান্ড।এরআগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৭৮ রানে অল আউট হয়ে যায়। ফলে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে রেখে ১৯৬ রান তুলে পাকিস্তানকে পাল্টা জবাবও দিচ্ছে ইংলিশরা। ৪ উইকেটে ২৮২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ১০২ রানে অধিনায়ক মিসবাহ ও ৪৬ রানে আসাদ শফিক অপরাজিত ছিলেন। কিন্তু আজ সকালে আগের দিনের সঙ্গে কোনো রান যোগ না করেই ফিরে যান মিসবাহ। অবশ্য ভালোই খেলে যাচ্ছিলেন। কিন্তু ৮৩ রানে শফিক ফিরে যাওয়ার পর পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৭৮ রানে। ইংল্যান্ডের পক্ষে মঈন আলি এবং মার্ক উড ৩টি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ করেছিল ইংল্যান্ড। ১৪ রানে নেই ২ উইকেট। তবে অধিনায়ক কুক, জো রুট এবং বারস্টোর ব্যাটে বিপদ সামাল দেয় ইংলিশরা। দিন শেষে তাদের রান ৩ উইকেটে ১৮২। ২৪ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে