আফগানিস্তানের সামনে ইতিহাস, টনক নড়বে গোটা ক্রিকেট বিশ্বের!
স্পোর্টস ডেস্ক : আইসিসির পূর্ণাঙ্গ সদস্য নয় ক্রিকেটে উদীয়মান শক্তি আফগানিস্তান। ২০১৫ বিশ্বকাপে দেখা গেছে আফগান ক্রিকেটের ছন্দ। ক্রিকেটে আর একটি উদীয়মান শক্তি জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য। এই দুই উদীয়মান ক্রিকেট দেশের লড়াইটা এরই মধ্যে নজড় কেড়েছে আইসিসির। আফগানরা যেন আইসিসির সহযোগি সদস্য থেকে পূর্ণাঙ্গ সদস্য হওয়ার দৌঁড়ে এগিয়ে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বীরত্ব কোনো টিমের চেয়ে কারও কম নয়। ৪ টি ম্যাচের ফলাফল সমানে সমান (২-২)। শেষ ম্যাচটি হয়ে পড়েছে আফগানদের জন্য গুরুত্বপূর্ণ।
জিম্বাবুয়ে এর আগেও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। কিন্তু আইসিসির কোনো পূর্ণাঙ্গ ক্রিকেট দেশকে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ এর আগে পায়নি আফগানরা। জিম্বাবুয়ের বুলাওয়েতে রোববার মুখোমুখি হবে দুই পক্ষ।
আফগানরা জয় পেলে ইতিহাস নির্মিত হবে। আর তাদের এ জয়ের সুবাধে টনক নড়বে ক্রিকেট বিশ্বের। তবে শেষ ম্যাচে জয় পেতে মরিয়া দুই পক্ষ। জিম্বাবুয়ে হেরে গেলে আক্ষেপের কিছুই বাকি থাকবে না তাদের।
কেননা দীর্ঘদিন ধরে টানা সিরিজ খেলতে থাকলেও স্বরণীয় কোনো সাফল্য জিম্বাবুয়ের। আফগানরা আত্মবিশ্বাসী নিজেদের শক্তিতেই। তবে মেষ ম্যাচের ফলাফল কি হয় সেটা দেখার বিষয় এখন।
২৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর