শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ১১:১৪:২৩

এবার প্রশ্ন উঠেছে বিপিএলের ফ্র্যাঞ্জাইজি মালিকদের ‘ক্রিকেট জ্ঞান’ নিয়ে

এবার প্রশ্ন উঠেছে  বিপিএলের ফ্র্যাঞ্জাইজি মালিকদের ‘ক্রিকেট জ্ঞান’ নিয়ে

স্পোর্টস ডেস্ক: আসছে নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। আসরটিকে ঘিরে গত শুক্রবার রাজধানীর হোটেল রেডসনে অনুষ্ঠিত হয়েছিল প্লেয়ার ড্রাপট অর্থাৎ নিলাম অনুষ্ঠান। কিন্তু এবার বিপিএলের দল নির্বাচন মোটেও পছন্দ হয়নি সাবেক জাতীয় দলের কোচ ইয়ান পন্টের। তিনি সরাসরি আক্রমণ করেছেন ফ্র্যাঞ্চাইজিগুলোকেই। প্রশ্ন তুলেছেন তাদের ক্রিকেট জ্ঞান নিয়েও। এবারের বিপিএলে উপলক্ষ্যে ক্রিকেটার বিতরণের নিলাম পদ্ধতি প্রসংশিত হলেও বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটর্সের সাবেক অস্ট্রেলিয়ান কোচ ইয়ান পন্ট কয়েকটি ফ্র্যাঞ্চাইজির দল গোছানো একেবারেই পছন্দ করতে পারছেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়সড় একটি পোস্টও দিয়েছেন পন্ট। তিনি লিখেছেন, ‘গতকাল বিপিএল অকশনের পর এইমাত্র প্রত্যেক দলের স্কোয়াড দেখলাম। কিছু ‘অদ্ভুত’ দলের লাইনআপ এবং কিছু বাজে নির্বাচন দেখলাম(একই সঙ্গে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটারদের সুযোগ দেওয়া থেকেও বঞ্চিত করা হয়েছে)। আমি নিশ্চিত নই সব মালিকরা ‘ক্রিকেট বিশেষজ্ঞ’ কিনা। যেভাবে কোচরাও দল নিশ্চিত করছেন, তাতে মনেই হতে পারে পুরো দল উত্তরাধীকার সূত্রে পাওয়া। আশা করছি আবারো ঢাকা শিরোপা জয়ী হবে। কিন্তু মনে হচ্ছে স্কোয়াড তৈরির ক্ষেত্রে এখানেও সঠিক দল নির্বাচন করা হয়নি বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যান ও বোলারের ক্ষেত্রে। যা ই হোক আমি আশাবাদী যে ভালো টুর্নামেন্ট হতে যাচ্ছে এবার। দর্শকদের জন্য অনেক বিনোদনের খোরাকও জোগাবে তা।' ২৪অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে