বুধবার, ২৪ মে, ২০১৭, ০৯:২৪:৪৬

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল!

ছক্কা মেরে ইতিহাসের পাতায় তামিম ইকবাল!

স্পোর্টস ডেস্ক: ২৭১ রান তাড়া করতে নেমে জিতান প্যাটেলের করা ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকালেন তামিম ইকবাল।  আর এই ছক্কাই বাঁ-হাতি এই ওপেনিং ব্যাটসম্যানকে নিয়ে গেল ইতিহাসের পাতায়।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইনিংসের প্রথম বলে ছক্কা মারলেন তামিম।  আগের তিনজন হলেন নিউজিল্যান্ডের মার্ক গ্রেটব্যাচ, ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালশ ও ভারতের বীরেন্দ্র শেবাগ।

বাকি সবার সাথে তামিমের পার্থক্য হল, তামিম ছক্কা হাঁকিয়েছেন স্পিনারের বিপক্ষে।  ১৯৯২ সালের ৩০ ডিসেম্বর অকল্যান্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের বলে ছয় হাঁকান মার্ক গ্রেটব্যাচ।  সেটাই ইনিংসের প্রথম বলে ছক্কার প্রথম নজীর।

১৯৯৮ সালের ৩১ অক্টোবর ঢাকায় ভারতের জাভাগাল শ্রীনাথের বলে একই কাণ্ড ঘটান ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালশ।  সেটা ছিল মিনি বিশ্বকাপ মানে অধুনা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ।

তামিমের আগে সর্বশেষ এই নজীর ছিল প্রায় ১৩ বছরেরও বেশি সময় আগে।  ২০০৪ সালের আট ফেব্রুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পির বলে ছয় হাঁকান শেবাগ।
২৪ মে ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে