রবিবার, ১৮ জুন, ২০১৭, ০২:৪৪:০১

বিমানবন্দরে এসে মাশরাফিকে কাছে পেয়ে যুবকের অবাক কাণ্ড

বিমানবন্দরে এসে মাশরাফিকে কাছে পেয়ে যুবকের অবাক কাণ্ড

স্পোর্টস ডেস্ক: সেহরি খেয়ে কিশোরগঞ্জ থেকে ট্রেন ধরেন আল-আমিন।  গন্তব্য ঢাকার বিমানবন্দর স্টেশন।  রাস্তা পেরিয়ে যাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে। তখন মাশরাফিকে কাছে পেয়ে যুবকের অবাক কাণ্ড।

কেন? শুনুন তার মুখ থেকেই, ‘মাশরাফি ভাইয়ের (মাশরাফি বিন মুর্তজা) সঙ্গে একটু দেখা করতে এসেছি। তার জন্য ফুল নিয়ে এসেছি। বাংলাদেশ আজ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরেছে। ’

আল-আমিনের পরনে বাংলাদেশ জাতীয় দলের রেপ্লিকা জার্সি। পেছনে বড় করে নাম লেখা, মাশরাফি! শনিবার সকালে আল-আমিনের সঙ্গে যখন কথা হচ্ছিল, জানাল কিশোরগঞ্জে তার রয়েছে নিজস্ব ‘ফটো লাইব্রেরি’। মাশরাফির ছোট-বড় অনেক ছবি রয়েছে তার সংগ্রহশালায়। শুধু মাশরাফি নন, জাতীয় দলের অনেকের ছবি সংগ্রহ করেছেন আল-আমিন।

তবে ক্রিকেটার হিসেবে মাশরাফিকে তার খুব পছন্দ। যখন কথা হচ্ছিল, তার চোখ মুখ মাশরাফিকে দেখার জন্য ছলছল করছিল। বোঝাই যাচ্ছিল, স্বপ্নের মানুষটিকে বাস্তবে দেখার, একটু ছোঁয়ার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন আল-আমিন। মাশরাফিকে দেখার পর যে কাণ্ড করে বসলেন, তাতে অবাক উপস্থিত সবাই!

বিমানবন্দর থেকে বেরিয়ে মাশরাফি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এগিয়ে আসছিলেন। নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে গেটের কাছাকাছি চলে গেলেন আল-আমিন। মাশরাফিকে কাছে পেয়ে কী করবেন বুঝতে না পেরে বসে পায়ে ধরে সালাম করতে শুরু করলেন আল-আমিন।

এরপর উঠে দাঁড়িয়ে বিমানবন্দর স্টেশন থেকে তিনশ টাকা দিয়ে কেনা ২০টি রজনীগন্ধা মাশরাফির হাতে তুলে দেন। ভক্তকে হতাশ করলেন না নড়াইল এক্সপ্রেসও। আল-আমিনকে তুলে একবার বুকে জড়িয়ে দ্রুতই সরিয়ে দিলেন। এরপর নিজের কাজে ব্যস্ত মাশরাফি।

মাশরাফির একটু ছোঁয়া, একটু আদরে বিমোহিত আল-আমিন। তার ভাষ্যমতে, ‘কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা স্বার্থক। ’

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আল-আমিন বলেন, ‘মাশরাফি ভাইকে আমি অনেক ভালোবাসি। তার খেলা দেখে আমি মুগ্ধ। তার দেশের প্রতি যে ভালোবাসা, যে ত্যাগ, আমি মাশরাফি ভাইকে মন থেকে ভালোবাসি, অনেক বেশি শ্রদ্ধা করি। আগামী দিনে আরো ভালো কিছু দেশকে ‍উপহার দিবে এটাই প্রত্যাশা করি। ’

বাংলাদেশ জাতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি শেষে ইংল্যান্ড থেকে শনিবার সকালে ঢাকায় ফিরেছে। কড়া নিরাপত্তার কারণে ক্রিকেটারদের বরণ করে নেওয়ার কোনো সুযোগ নেই ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ক্রিকেট পাগল সমর্থকদের থামাবে কে? আল-আমিনের মতো বিমানবন্দরে এসেছিল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সদস্যরা। বড় করে মাশরাফিদের বরণ করতে না পারলেও ক্রিকেটারদের নিজেদের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন তারা।
১৮ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে