রবিবার, ২৫ জুন, ২০১৭, ০১:৫৪:১৫

পাকিস্তানের সাথে পরাজয়ের পর এভাবে উঁকি দিয়ে কী দেখলেন কোহলি?

পাকিস্তানের সাথে পরাজয়ের পর এভাবে উঁকি দিয়ে কী দেখলেন কোহলি?

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কাছে পরাজয় এবং কোচ অনিল কুম্বলের পদত্যাগ ইস্যুতে বিরাট ভারত অধিনায়ক বিরাট কোহলির ওপর চটে আছে ভারতীয় সমর্থকদের বড় অংশ।  এর মধ্যেই কোহলির একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। কেন এই কাজ করতে গেলেন কোহলি? জানালায় উঁকি দিয়ে কী দেখছিলেন তিনি?

গতকাল শুক্রবার ছিল ভারত-ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ।  বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যখন খেলা বন্ধ ছিল, ঠিক তখনই ভারত অধিনায়ককে জানালা দিয়ে মুখ বের করে কিছু খুঁজতে দেখা যায়।  মুখ বের করে কী দেখছিলেন কোহলি- এই নিয়ে সোশ্যাল সাইটে শুরু হয়ে যায় গবেষণা।  মজার মজার সব প্রসঙ্গ উত্থাপ্পন করা হয়।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের লজ্জার হার নিয়ে এখনও চর্চা হচ্ছে।  আর অনিল কুম্বলের পদত্যাগের পর প্রায় প্রতিদিনই নিয়ম করে বেরিয়ে আসছে কুম্বলে-কোহলি সংঘাতের কারণ।  সেই সব বিষয়ের অবতারণা করেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মজার মজার সব মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।  রবীন্দ্র জাদেজাকেও ছাড়া হয়নি।  অনিল কুম্বলের কথাও তুলে ধরা হয়েছে।  এসেছে ধোনির প্রসঙ্গও।   তবে আসল কারণ এখনও বের করতে পারেনি কেউ!
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে