জাতীয় দলে ডাক পেয়েছেন নয়া এক প্রতিভাবান বোলার
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৮ বছর অপেক্ষার পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বরিশালের নয়া প্রতিভাবান বোলার কামরুল ইসলাম রাব্বি’র। জাতীয় দলের ডাক পাওয়ার খবরে আনন্দে মাতোয়ারা তার পরিবারের সকলে সেই সাথে বরিশালের মানুষও।বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পর থেকে বরিশাল থেকে জাতীয় দলে ডাক পাওয়া রাব্বিই প্রথম ক্রিকেটার।
রাব্বির মা সালমা বেগম জানান, ছোট বেলা থেকেই ক্রিকেটে অসম্ভব ঝোঁক ছিল তার ছোট ছেলের। স্কুলভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে ভাল খেলে সবার নজর কাড়ে রাব্বি। বিশেষ করে ২০০৭ সাল থেকে সে নিয়মিত ক্রিকেট খেলার প্রতি মনযোগ দিতে থাকে। সেই থেকেই তার পরিবারের স্বপ্ন ছিল একদিন রাব্বি জাতীয় দলে ডাক পাবে, মাঠে ভাল খেলে সুনাম বয়ে আনবে বরিশাল তথা সারা বাংলাদেশের। এখন সেই স্বপ্ন পূরণ হতে চলছে তার পরিবারের।
এ ছাড়াও বরিশাল বিভাগীয় দলের নিয়মিত খেলোয়ার রাব্বি। প্রথম বিপিএল টুর্নামেন্টে রাব্বি বরিশাল বার্নার্স দলের খেলোয়ার ছিলেন। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে খেলেছে সে। ইতিমধ্যে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করছে রাব্বি।
আগামী ২ নভেম্বর থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ দলের ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নাম রাখা হয়েছে ২৪ বছর বয়সী এই তরুণকে।
৩১ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস