শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ১২:১৩:০৯

বিপিএলের নতুন ভেন্যু সিলেট

বিপিএলের নতুন ভেন্যু সিলেট

স্পোর্টস ডেস্ক: ৩১শে অক্টোবর জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের পর ২রা নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। প্রতিযোগিতাটি শুরু হতে হাতে আছে এখনো মাস তিনেক। হাতে সময় থাকলেও বসে নেই বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলকে সামনে রেখে আসরের সূচি ও আনুষাঙ্গিক কাজ করতে এখন ব্যস্ত সময় পার করছে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, আসন্ন বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে সূচি প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। গুঞ্জনকে সত্য করে এবারের আসরে ভেন্যুর সংখ্যা বাড়ছে। আরেকটু পরিস্কার করে জানতে চাইলে ঢাকা, চট্টগ্রামের পর এবার বিপিএলের ম্যাচ আয়োজন করা হবে সিলেটেও বলে জানিয়েছে সূত্রটি।
 
আসন্ন বিপিএলের পঞ্চম আসরের মোট আটটি ম্যাচ সিলেট পর্বে চারদিনে আয়োজন করা হবে বলে জানা গেছে। সবগুলো ম্যাচই অনুষ্ঠি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একইসাথে, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস ও আসরে প্রত্যাবর্তন করতে যাওয়া সিলেটের খেলা দিয়ে এবারের বিপিএলের পর্দা ওঠবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, এবারের আসরে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, চট্টগ্রাম ভাইকিংসের সাথে অংশ নিবে সিলেট সুরমা সিক্সার্স। যদিও সিলেটের ফ্যাঞ্চাইজিটির নাম এখনো পর্যন্ত বিপিএল গর্ভনিং কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি, তবুও ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকে জানানো হচ্ছে এ নামেই এবারের আসরে খেলতে ইচ্ছুক তারা।

অন্যদিকে, বেঁধে দেওয়া সময়ে বিপিএল গভর্নিং কমিটির শর্ত পূরণ না করতে পারার খেসারত দিতে হচ্ছে বরিশাল বুলসকে। শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এবারের আসরে দেখা যাবে না দলটিকে।
১২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে