শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ১২:২৭:৩৮

‘আশরাফুলের তখন বাস ভাড়া দেওয়ার টাকা ছিলো না’

‘আশরাফুলের তখন বাস ভাড়া দেওয়ার টাকা ছিলো না’

স্পোর্টস ডেস্ক: সবাই সফলতার গল্প শুনতে চায়। কিন্তু পিছনের গল্পটা বেশিরভাগ সময়ই অন্ধকারাচ্ছন্ন। যেমনটা সাবেক জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লাল-সবুজের জার্সিতে সুযোগ পাওয়ার আগে কতোটা সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসতে হয়েছে তা জানিয়েছেন তারই কোচ বিখ্যাত ওয়াহিদুল গণি।

আশরাফুলের সঙ্গে কোচ গণির আবাহনী ক্লাব থেকে ঢাকা স্টেডিয়ামে হেঁটে যাওয়ার গল্প বহুল প্রচলিত। সেই স্মৃতি রোমন্থন করেই এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে দেশসেরা এই কোচ বলেন, ‘আশরাফুল ছাড়াও আশিক, আরিফ, আনোয়ার—এমন অনেকেই আমার সঙ্গে হাঁটতো। সত্যি বলতে, আশরাফুলের তখন বাস ভাড়া দেওয়ার টাকা ছিল না। এই ছেলেই কিনা প্রথম টেস্টে সেঞ্চুরির অমন বিশ্বরেকর্ড করলো! আমি ট্রানজিস্টারে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে ধারাবিবরণী শুনতে শুনতে আবাহনী মাঠে আসছিলাম। আশরাফুলের যখন ৯৬ রান, তখন হাঁটা থামিয়ে যাই দাঁড়িয়ে। চামিন্ডা ভাসকে চার মেরে ও সেঞ্চুরি করে। সত্যি, সেটি ছিল অনেক বড় ভালো লাগার জায়গা।’

সবই ঠিক ছিলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর পর সবকিছুই যেন এলোমেলো হয়ে গেল। প্রিয় ছাত্রের এমন পরিণতি হতাশ করে তাকে। সবচেয়ে বড় ব্যাপার, আশরাফুল কোচের সঙ্গে সবকিছু খোলামেলা বললেও ফিক্সিং কেলেঙ্কারির বিষয়টি এখন পর্যন্ত চেপে গেছে।

এ প্রসঙ্গে ওয়াহিদুল গণি বলেছেন, ‘বিশ্বাস করুন, আশরাফুলের মতো ভালো ছেলে হয় না। ও যে কিভাবে এর সঙ্গে জড়িয়ে গেল, ভাবতেই পারি না। আমার বিশ্বাস, ও ফাঁদের মধ্যে পড়ে গেছে। আমার সঙ্গে সব বিষয় নিয়ে ও কথা বলে। কেন যে এটি নিয়ে কথা বলল না!’

ওয়াইদুল গণির ‘অঙ্কুর’ ক্রিকেট একাডেমির হাত ধরেই উঠে আসা আশরাফুলের। একই জায়গা থেকে এসেছেন আরেক ওপেনার শাহরিয়ার নাফীস। এখনও চলছে ক্রিকেট শেখাবার সেই প্রতিষ্ঠান। খুঁজে ফিরছে নতুন সব প্রতিভা।
১২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে