শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০১:১৫:১২

ওয়েস্ট ইন্ডিজে সতীর্থদের সঙ্গে আড্ডায় মিরাজ

   ওয়েস্ট ইন্ডিজে সতীর্থদের সঙ্গে আড্ডায় মিরাজ

স্পোর্টস ডেস্ক: ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সংক্ষেপে ত্রিনবাগো। ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ক্রিকেটীয় আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল। এই দলের হয়ে খেলতেই এখন পোর্ট অব স্পেনে রয়েছেন বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

টুর্নামেন্টে দল তিনটি ম্যাচ খেলে ফেললেও একটিতেও একাদশে জায়গা হয়নি মিরাজের। তাতে একটুও মন খারাপ করেননি তিনি। বরং সময়টা উপভোগ করে চলেছেন ডানহাতি এই অফ স্পিনার।

সুনীল নারাইন, ড্যারেন ব্রাভো, কেভন কুপারদের সঙ্গে অনুশীলন শুরু করছেন। সেখানে ব্রাভো-রামদিনদের সঙ্গে প্রায়ই খুনসুটিতে মেতে ওঠেন এই অলরাউন্ডার। তাছাড়া আড্ডাতো আছেই। মাঠের বাইরে সতীর্থদের সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছেন নারাইন-ব্রাভো-শাদাব খানদের সঙ্গে।

এছাড়াও ত্রিনিদাদে ত্রিনবাগো নাইট রাইডার্সের ভক্তদের সাথে কিছু সময় কাটান নাইট রাইডার্স দলের সদস্যরা। দলের সাথে সেখানেও ছিলেন মিরাজ। ভুলেননি মুহুর্তগুলো ক্যামেরাবন্দী করতে। পরবর্তীতে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছেন মিরাজ।

মিরাজ ছাড়াও সিপিএলে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। বৃহস্পতিবার সাকিবের দল জ্যামাইকা তালাওয়াশের খেলা ছিল মিরাজের দলের বিপক্ষেই। ম্যাচের আগে দুজনকে এক সঙ্গে লাঞ্চ করতেও দেখা যায়।
 
সিপিএলে পাঁচটি ম্যাচ খেলার জন্য আপাতত ১৫ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন মিরাজ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলত এদেশে ফিরে আসতে হবে ডানহাতি এই অলরাউন্ডারকে।
১২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে